- Home
- Entertainment
- Bollywood
- এই অভিনেতার জন্যই নাকি হাতের শিরা কেটেছিলেন করিনা, ফাঁস 'মম টু বি' র Secret
এই অভিনেতার জন্যই নাকি হাতের শিরা কেটেছিলেন করিনা, ফাঁস 'মম টু বি' র Secret
- FB
- TW
- Linkdin
পাঁচ বছরের প্রেম, আট বছরের দাম্পত্য জীবন সবমিলিয়ে বলিউডের অন্যতম ব়োম্যান্টিক জুটি সইফিনা। দুই সন্তানের বাবা, ধর্ম, বয়স কোনওকিছুই বাধা হয়ে দাড়ায়নি সইফ-করিনার প্রেমের সামনে।
সইফ আলি খানকে বিয়ে করার আগে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিনা কাপুর খান।
'যব উই মেট' ছবির পর থেকেই শাহিদের সঙ্গে সম্পর্কে জড়ান করিনা কাপুর।
সূত্রের খবর, খুশি সিনেমার পর অভিনেতা ফারদিন খানের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে জড়িয়েছিলেন করিনা কাপুর।
বলিউড ডিভা করিনা কাপুর একাধিক সম্পর্কে জড়ালেও এই অভিনেতার জন্যই নিজের হাতের শিরা কেটে ফেলেছিলেন। কে সেই অভিনেতা?
বিয়ের পরই সবার প্রথমে হৃত্বিকের নাম জড়িয়েছে কো-স্টার করিনা কাপুরের সঙ্গে। কভি খুশি কভি গম, ইয়াদে, ম্যায় প্রেম কি দিওয়ানি হু-র মতো একাধিক ছবি জুটি বেধেছিলেন করিনা-হৃত্বিক।
শুটিং করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন। কিন্তু বিবাহিত হৃত্বিকের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার সাহস দেখাননি কাপুর কন্যা করিনা কাপুর।
করিনা-হৃত্বিকের প্রেমের গুজবের মধ্যেই সূত্র থেকে শোনা গিয়েছিল, হৃত্বিকের জন্যই নাকি নিজের হাতের শিরা কেটে ফেলেছিলেন করিনা।
করিনা আরও জানিয়েছিলন, হৃত্বিককে নিয়ে এতটাই জলঘোলা হয়েছিল যে শেষমেষ রেগে গিয়ে নিজের কেরিয়ারও ছেড়ে দিতে চেয়েছিলেন।
কিন্তু বর্তমানে সমস্ত বির্তক ঝেড়ে ফেলে নবাব পুত্রর সঙ্গে চুটিয়ে সংসার করছেন করিনা কাপুর। কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান। আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন বলিউডের মম টু বি করিনা।