নতুন অতিথি আসতে চলেছে নিক-প্রিয়ঙ্কার জীবনে, সত্যিই কি 'বাবা-মা 'হচ্ছেন সেলিব্রিটি জুটি
First Published Dec 15, 2020, 12:13 PM IST
বিয়ের ২ বছর পার করে সদ্যই দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন নিক-প্রিয়ঙ্কা জুটি। আর এর মধ্যেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি নতুন অতিথি আসতে চলেছে নিক-প্রিয়ঙ্কার জীবনে। তবে কি করিনা-অনুষ্কার পর এবার প্রিয়ঙ্কার পালা। সত্যিই কি জোনাস পরিবারে ছোট্ট খুদে আসতে চলেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন