- Home
- Entertainment
- Bollywood
- ছেলেকে আর লুকোতে পারলেন না করিনা, ভুলবশত 'সইফিনা'র দ্বিতীয় সন্তানের ছবি ফাঁস করলেন দাদু রণধীর
ছেলেকে আর লুকোতে পারলেন না করিনা, ভুলবশত 'সইফিনা'র দ্বিতীয় সন্তানের ছবি ফাঁস করলেন দাদু রণধীর
- FB
- TW
- Linkdin
এখন ৩ থেকে ৪ সইফিনা। বলিউডের অন্যতম পাওয়ার কাপল সইফিনা এখন লাইমলাইটে। ফের দ্বিতীয়বারও ফুটফটে পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর।
সন্তান জন্ম দেওয়ার দু দিনের মাথাতেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়েও কড়া নিরাপত্তার মধ্যে সইফিনার নতুন বাংলোয় এসে হাজির হয়েছিল তৈমুরের ভাই।
এখনও পর্যন্ত পাপারাৎজিদের চোখ এড়িয়েও আগলে রেখেছেন ছোট্ট একরত্তিকে।
কিন্তু এ কী করলেন নায়িকার বাবা, ভুল বশত ছোট নাতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন দাদু রণধীর।
যদিও ছবি পোস্ট করে সঙ্গে সঙ্গে ডিলিট করলেও মুহূর্তের মধ্যে ছবির স্ক্রিনশট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এতদিনে করিনা দ্বিতীয় সন্তানকে দেখার অপেক্ষায় ছিল ভক্তরা। করিনা-সইফ কড়াকড়িতে তা সম্ভব হয়নি।
এবার ভুলবশত সেই ইচ্ছাপূরণ করলেন দাদু রণধীর কাপুর।
তৈমুরের সময় যেটা করতে পারেননি নবাব কাপল এবার সেটাই নাকি সফল নাকি করে দেখাবেন সইফিনা।তৈমুরের সময় যেটা করতে পারেননি নবাব কাপল এবার সেটাই নাকি সফল নাকি করে দেখাবেন এই জুটি। চাইলে সবটাই সম্ভব। এবার সেটাই করে দেখাবেন সইফিনা। কিন্তু দাদুর ভুলেও প্রকাশ্যে চলে এসেছে একরত্তির প্রথম ঝলক।
ছেলে হওয়ার মাত্র একমাস হতে না হতেন শ্যুটিং ফ্লোরে দাপিয়ে বেড়াচ্ছেন সেক্সি মাম্মা করিনা কাপুর খান।