- Home
- Entertainment
- Bollywood
- ক্যাটরিনার কারণে ভিকি-হারলিনের ব্রেক আপ, নেপথ্যে করণ জোহারের 'কফি উইথ করণ'
ক্যাটরিনার কারণে ভিকি-হারলিনের ব্রেক আপ, নেপথ্যে করণ জোহারের 'কফি উইথ করণ'
- FB
- TW
- Linkdin
হারলিন শেঠির সঙ্গে ভিকির প্রেম দীর্ঘদিনের। যদিও তাঁদের সম্পর্কের বিষয় কেউই কোনও নিশ্চিত মন্তব্য করেনি কখনই। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, একে অপরকে নিয়ে বেশ সিরিয়াস ছিলেন ভিকি এবং হারলিন। তাহলে এর মাঝে ক্যাটরিনা এলেন কোথা থেকে।
কফি উথ করণে ক্যাটরিনার এই মন্তব্যের পরই হারলিনের সঙ্গে ভিকির ব্রেক আপ হয়ে যায়। অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় অভিনেতার। হারলিনের সঙ্গে এখন বন্ধুত্বও রাখেননি ভিকি। ইদানিং ক্যাটরিনা এবং ভিকি এখন লকডাউনে বেশ চুটিয়ে প্রেম চালাচ্ছেন। লকডাউনের মাঝেও প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা।
লকডাউনের কারণে একাধিক সেলেব্রিটিরাই ভক্তদের মনোরঞ্জনের জন্য সোশ্যাল মিডিয়ায় দরকারের চেয়ে বেশিই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাঁর মধ্যে অবশ্যই এগিয়ে রয়েছেন ক্যাটরিনা কাইফ। তিনি বছর তিন-চারেক আগেও সোশ্যাল মিডিয়ার ধারে কাছে ঘেষতেন না।
ভক্তদের ধরে রাখতে গেলে যে সোশ্যাল মিডিয়া একটি বৃহত্তম হাতিয়ার তা নায়িকা টের পেয়ে গিয়েছেন। তাই ইনস্টাগ্রামে তিনি প্রয়োজনের চেয়ে এখন একটু বেশিই অ্যাক্টিভ।
অন্যদিকে ভিকিও নিত্যনতুন পোস্ট করে বিনোদন জোগাচ্ছেন ভক্তদের। অভিনেতার ইনস্টাগ্রামে তিন দিন ধরে কোনও পোস্ট নজরে আসেনি।
ক্যাটরিনার ঘর ঝাড় দেওয়া ভাইরাল ভিডিওর পর নিজের বান্ধবী করিশ্মা কোহলির সঙ্গে ভিডিও কলের পোস্ট। তারপর তিন দিন ধরে তাঁরও কোনও পোস্ট ছিল না।
ভিকি ও ক্যাটরিনার একসঙ্গে মিসিং থাকার এই রহস্যকে উদঘাটন করেছিল নেটিজেনরা। দুয়ে দুয়ে চার করে তাদের মতামত, ক্যাটরিনা ও ভিকি একসঙ্গেই ছিলেন এই তিন দিন।
নয়তো একই সময়, দু'জনের সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হওয়ার কারণ কী হতে পারে। লকডাউনে যেহেতু পাপারাৎজীর দৌঁড়ঝাঁপ কমেছে। তাই এই একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা।
পাপারাৎজী থেকে বেঁচে গেলেও নেটিজেনদের থেকে বাঁচার কোনও উপায় নেই। তারকাদের অ্যাকাউন্টে যেভাবে তাঁরা চোখ রাখেন তাতে এই কনক্লুশনে আসাটাই স্বাভাবিক।
যদিও এ বিষয় ভিন্ন মতামতও রয়েছে। যদিও নিন্দুকদের কথায়, সবটাই পাব্লিসিটি স্টান্ট। এখন বলিউডে সবটাই ব্যবসা। ছবি হিট করুক বা না করুক। ছবিটি যাতে সকলের চর্চায় থাকে তার জন্য অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কের গুজব ছড়াতেও পিছপা হয় না বলিউড।