- Home
- Entertainment
- Bollywood
- জোর করে করণ জোহারের শো-তে আনা হয়, বিস্ফোরক রণবীর কাপুর, ফাঁস করলেন একাধিক তথ্য
জোর করে করণ জোহারের শো-তে আনা হয়, বিস্ফোরক রণবীর কাপুর, ফাঁস করলেন একাধিক তথ্য
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই যেন করণ জোহার এক কথায় বলতে গেলে কোণ ঠাঁসা। নেপোটিজমের প্রসঙ্গ টেনে তাঁকে বয়কটের ডাকও উঠেছিল।
কফি উইফ করণে সকলকে ডেকে যেভাবে হাসি ঠাট্টা চলে, তার তীব্র প্রতিবাদ করেন সকলে। আর সেই প্রসঙ্গেই মুখ খোলেন রণবীর কাপুর।
তিনি সাফ জানান, তিনি ও অনুষ্কা স্থির করেছিলেন এই নিয়ে মুখ খুলবেন। ঠিক তেমন সময়ই তাঁকে জোর করা হয় কফি উইফ করণে যাওয়ার জন্য।
যা মোটেও মন থেকে চাননি তিনি। এই নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক মন্তব্য করে বসেন রণবীর কাপুর। জানান কিছুই হয় না এই ধরনের শো-তে।
কোনও গিফট হ্যাম্পরও পাওয়া যায় না। সব ফেক। এই মন্তব্য করার পর আরও একতবার বিতর্কের শীর্ষে উঠে আসে কফি উইথ করণ।
এদিন সাফ জানিয়ে দেন রণবীর কাপুর, কোনও কিছুই পাওয়া যায় না, তিনি যেতেও চাননি। একপ্রকার তাঁকে জোর করা হয়েছিল।
রণবীর সিং ও অর্জুন কাপুরের সঙ্গে এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি। মুহূর্তে যা হয়ে উঠেছিল ভাইরাল।