- Home
- Entertainment
- Bollywood
- 'মিটু'-র অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন সুশান্তের 'দিল বেচারা' অভিনেত্রী, জানুন ঠিক কী ঘটেছিল
'মিটু'-র অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন সুশান্তের 'দিল বেচারা' অভিনেত্রী, জানুন ঠিক কী ঘটেছিল
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভারতীয় সিনেমা অপূরণীয় ক্ষতি। একজন প্রতিভাবান অভিনেতাকে হারাল বলিউড। তার সহজ সরল অভিনয় থেকে, মিষ্টি হাসি মনে দাগ কাটেনি এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা।
এখনও বিতর্কের রেশ একটুকুও ফিকে হয়নি। বরং প্রতিদিনই নতুন রং নিচ্ছে বলিউডের স্বজনপোষণ।
এখনও বিতর্কের রেশ একটুকুও ফিকে হয়নি। বরং প্রতিদিনই নতুন রং নিচ্ছে বলিউডের স্বজনপোষণ।
এই মিটু অভিযোগে সুশান্তের নাম জড়ানোর সময় দেশে ছিলেন না অভিনেত্রী। তারপর দেশে ফিরে সব শুনে হতবাক হয়ে যান অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান, সুশান্তের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যে। তার স্বীকারোক্তিতেই হাঁফ ছেড়ে বাঁচেন অভিনেতা।
তিনি জানিয়েছেন, মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবিতে যখন তার রোজ শ্যুটিং করতেন তখই এইসব খবর প্রকাশিত হয়েছিল।
অভিনেত্রী আরও জানিয়েছেন, আমি জানতাম সুশান্ত আমাকে কী বোঝাতে চায়, এবং আমার বিষয়টিও সে বুঝত। আর সেটাই যথেষ্ঠ।
যারা এই সব ভুঁয়ো খবর রটিয়েছেন তাদের কোনওদিনই পাত্তা দিইনি। যারা এই খবর লিখেছেন, তাদের প্রতিও কোন শ্রদ্ধা নেই, আর যারা বিশ্বাস করেছেন, তাদের কথা না বলাই ভাল।
তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরো বিষয়টি সাজানো গল্প। একটা কথাও সত্যি নয়। এমনকী সুশান্ত সেইসময় নিরূপায় হয়ে তাদের স্কিনশটও প্রকাশ্যে এনেছিল।
এরপরই নিজে পদক্ষেপ নেন সঞ্জনা। সকলকে সত্যিটা জানান অভিনেত্রী।
কিন্তু আজ সুশান্ত নেই, তবে পুরোনো অভিযোগ, বিতর্ক, খবরের কাগজের পাতায় কিংবা ডিজিট্যাল মিডিয়ার আর্কাইভে রয়েই গেছে।