না, পুত্রবধূ নয়, দিশাকে নিজের বোন বানিয়ে ফেললেন জ্যাকি শ্রফ
- FB
- TW
- Linkdin
দিশা পাটানির সঙ্গে টাইগারের সম্পর্কের সমীকরণটা এখনও স্পষ্ট নয়। বেশ সম্পর্কে ছিলেন দুই। কিছু দিনের মধ্যেই পাল্টে ছিল অনুভুতি।
বাঘি থ্রি করার সময় টাইগার রীতিমত ঝুঁকেছিলেন শ্রদ্ধা কাপুরের দিকে। কিন্তু সেই সূত্রে মিলছে না বর্তমান ছবি।
আবারও একসঙ্গে দেখা যায় দিশা পাটানি ও টাইগার শ্রফকে। ট্রিপ থেকে শুরু করে বিজ্ঞাপন শ্যুটিং। সবই চলে।
ফলে আবারও শুরু হয় জল্পনা। কিন্তু এবার জ্যাকি শ্রফ একি কাণ্ড ঘটালেন। সম্পর্কে দিশাকে নিজের বোন বানিয়ে নিলেন তিনি!
বিষয়টা খানিক খোলসা করে বলা যাক। দিশা কাজ করছেন সলমনের পরবর্তী ছবি রাধেতে। এর আগে ভারতে আইটেম ডান্সে নজর কেড়েছিলেন দিশা।
এই ছবিতেই জ্যাকি শ্রফ দিশার দাদার পাঠে অভিনয় করছেন। যার ফলেই ছড়িয়ে পড়ে এই গুঞ্জণ। ছবিতে একই ফ্রেমে দেখা যাবে এদের দুজনকে।
যদিও এখনই পুত্রবধু হিসেবে দিশাকে কতটা গ্রহণ করেছেন জ্যাকি তা স্পষ্ট নয়, তবুও জ্যাকির সঙ্গে ফ্রেম শেয়ার করছেন দিশা এতেই ভাইরাল খবর।
সবে মাত্র টাইগারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন দিশা। এক সঙ্গে ছবি প্রকাশ্যে না আনলেও ,সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সেই ইঙ্গিত মেলে।