- Home
- Entertainment
- Bollywood
- টানা দু'দিন স্নান না করে কীভাবে ছিলেন পরিণীতি, শ্যুটিংয়ের বিস্ফোরক অভিজ্ঞতা ফাঁস করলেন নায়িকা
টানা দু'দিন স্নান না করে কীভাবে ছিলেন পরিণীতি, শ্যুটিংয়ের বিস্ফোরক অভিজ্ঞতা ফাঁস করলেন নায়িকা
- FB
- TW
- Linkdin
বলিউডের 'পরি'। পুরোনো ইমেজে ভেঙে সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলছেন পরিণীতি চোপড়া।
একাধিক ছবি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন পরিণীতি । ব্যস্ততার মধ্যেই ছবির বিস্ফোরক অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করেছেন পরিণীতি।
'সন্দীপ ঔর পিঙ্কি ফারার' ছবির শুটিং চলাকালীন একটানা ২ দিন স্নান করেননি পরিণীতি চোপড়া। কিন্তু কেন? নিজেই জানালেন কারণ।
পরিণীতি জানিয়েছেন,' প্রচন্ড নোংরা অবস্থায় আগের দিন রাতে ঘুমোতে গেছিলেন তিনি যাতে পরের দিন তাকে অমলিন দেখায়'।
পাহাড়ের ছোট একটি কুঁড়ে ঘরের মধ্যে সেই দৃশ্যে শ্যুটিং হয়েছিল দুই-তিনদিন ধরে।
পরিণীতি নিজেই বলেছেন, 'সকলে কীভাবে এই বিষয়টিকে দেখবে তা জানি না। কিন্তু ওই দৃশ্যের জন্যই টানা ২ দিন স্নান না করে ছিলাম আমি'।
পরিণীতি আরও বলেন, 'শুটিংয়ের লোকেশনটাও খুব নোংরা ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম তখন সারা গায়ে ধুলো মাটি লেগে থাকত। এতটাই নোংরা যে ধুলোর জন্য চুল সাদা হয়ে যেত। এবং ওই নোংরা অবস্থাতেই ঘুমাতাম, যাকে পরের দিন শুটিংয়ের সুবিধা হয়'।
দিবাকর বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে পরিণীতির বিপরীতে ইশকজাদে স্টার অর্জুন কাপুরকে দেখা গেছে।
করোনার কারণেই ছবি সিনেমাহলে মুক্তি পায়নি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে 'সন্দীপ ঔর পিঙ্কি ফারার' ।