- Home
- Entertainment
- Bollywood
- বিদেশিনীর সঙ্গে সঙ্গম ভুলে কীভাবে অনুষ্কার প্রেমে মজেছিলেন বিরাট, চরম ঘনিষ্ঠতা ফাঁস নেটদুনিয়ায়
বিদেশিনীর সঙ্গে সঙ্গম ভুলে কীভাবে অনুষ্কার প্রেমে মজেছিলেন বিরাট, চরম ঘনিষ্ঠতা ফাঁস নেটদুনিয়ায়
- FB
- TW
- Linkdin
বিরাট কোহলি- অনুষ্কা শর্মা এখন সকলের বিরুষ্কা। ভক্তদের ভালবাসায় এই জুটির নাম পরিবর্তন হয়েছে বিরুষ্কায়।
অতীতে বহু তারকার সঙ্গে অনুষ্কার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে বি-টাউনে।সমস্ত জল্পনা ছাপিয়ে অবশেষে তিনি এখন বিরাট ঘরণী।
তবে অনুষ্কা একা নন, একাধিক মডেল-অভিনেত্রীর সঙ্গে রিলেশনশিপে ছিলেন বিরাট। মাখোমাখো গভীর সম্পর্কে দীর্ঘ ২ বছর থাকার পর কেন প্রেমিকাকে ছেড়ে অনুষ্কাকে মন দিলেন বিরাট, জানলে অবাক হবেন।
অনুষ্কা শর্মার আগে ভারতীয় কিপার প্রেম করতেন এক বিদেশিনীর সঙ্গে। দীর্ঘ ২ বছরের মাখামাখো প্রেমই এখন নেটদুনিয়ার হটকেক।
অনুষ্কা শর্মার আগে ভারতীয় কিপার প্রেম করতেন এক বিদেশিনীর সঙ্গে। দীর্ঘ ২ বছরের মাখামাখো প্রেমই এখন নেটদুনিয়ার হটকেক।
বলিউডেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ইসাবেলে। আমির খানের 'তালাশ' ছবিতে অভিনয় করেছিলেন ইসাবেলে।
সালটা ২০১২ থেকে ২০১৪। টানা দীর্ঘ ২ বছর বিরাটকে ডেট করেছিলেন ইসাবেলে। ইসাবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ছিলেন বিরাট।
এক পার্টিতে ইসাবেলের সঙ্গে সাক্ষাৎ হয় বিরাটের। তারপরই ২০১৩ সালে সেই সম্পর্ক প্রকাশ্যে আসে। কিন্তু তার পরের বছরই সম্পর্কে ভেঙে যায়।
এক পার্টিতে ইসাবেলের সঙ্গে সাক্ষাৎ হয় বিরাটের। তারপরই ২০১৩ সালে সেই সম্পর্ক প্রকাশ্যে আসে। কিন্তু তার পরের বছরই সম্পর্কে ভেঙে যায়।
বর্তমানে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি চুটিয়ে সংসার করছেন অনুষ্কার সঙ্গে। সংসারের নতুন অতিথি ছোট্ট একরত্তি ভামিকাকে নিয়ে সুখী দাম্পত্য বিরুষ্কার।