- Home
- Entertainment
- Bollywood
- ঝগড়া চরমে পৌঁছতেই কে আগে 'SORRY' বলেন, ঐশ্বর্য না অভিষেক, গোপনীয়তা ফাঁস অন্তর্জালে
ঝগড়া চরমে পৌঁছতেই কে আগে 'SORRY' বলেন, ঐশ্বর্য না অভিষেক, গোপনীয়তা ফাঁস অন্তর্জালে
- FB
- TW
- Linkdin
প্রত্যেক স্বামী স্ত্রীর মতো অভিষেক-ঐশ্বর্যও ঝগড়া করেন। এবং ঝগড়া হওয়ার পর ঐশ্বর্যই নাকি সবার আগে ক্ষমা চান অভিষেকের কাছে।
কপিল শর্মার শো-তে গিয়েই সেই ব্যক্তিগত তথ্যা ফাঁস করেছেন রাই সুন্দরী। পুরোনো সাক্ষাৎকারে কপিল ঐশ্বর্যকে প্রশ্ন করেছেন, ঝগড়া হলে তিনি কি করেন।
তার পরেই আরও জানতে চেয়েছেন ঝগড়া হলে কে প্রথমে ক্ষমা চান। সকলেই জানতেন অভিষেকই ক্ষমা চান ঐশ্বর্যর কাছে।
কিন্তু ঐশ্বর্য সেই ভুল সংশোধন করে বলেন। তিনিই নাকি ঝগড়া হলে অভিষেকের কাছে আগে ক্ষমা চান, যা শুনে সকলেই হতবাক।
১৯৯৭ সালে প্রথম দেখা হয় দুজনের। বলি অভিনেতা ববি দেওলই তাকে প্রথম আলাপ করিয়ে দিয়েছিল ঐশ্বর্যর সঙ্গে। ২০০০ সালে 'ঢাই অকসর প্রেম কি' ছবিতে তাদের প্রথম বন্ধুত্ব শুরু হয়। তারপরই 'কিউ হো গ্যায়া না' ছবির সময় থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।
তারপরই 'গুরু' সিনেমাতেই তাদের প্রেম যেন আরও জমে ওঠে।
ছবি সুপারহিট হবার পরই ২০০৭ সালে বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। বর্তমানে তাদের ৯ বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। যার নাম আরাধ্যা।