- Home
- Entertainment
- Bollywood
- শারীরিক সম্পর্ক ছেড়ে বেরোনোটা খুবই কঠিন, কেন সইফকে বিয়ে করতে চাননি করিনা, প্রকাশ্যে এল সত্য
শারীরিক সম্পর্ক ছেড়ে বেরোনোটা খুবই কঠিন, কেন সইফকে বিয়ে করতে চাননি করিনা, প্রকাশ্যে এল সত্য
- FB
- TW
- Linkdin
আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা । ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন করিনা।
সইফ আলি খানের সঙ্গে তার সম্পর্ক ফের লাইমলাইটে উঠে এসেছে।
করিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবাব পুত্র সইফ আলি খানকে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা।
বয়সে সইফ আলি খানের চেয়ে ১০ বছরের ছোট করিনা। বিয়ের আগে অনেকদিন ডেটও করেছিলেন সইফ-করিনা।
তারপরেও বিয়ের প্রস্তাব ২ বার ফিরিয়েও দিয়েছিলেন করিনা। শেষমেষ ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন করিনা।
করিনা সাক্ষাৎকারে নিজে জানিয়েছিলেন প্যারিসে ২ বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সইফ। কিন্তু করিনা উত্তরে বলেছিলেন 'আমি তোমাকে চিনি না'। তারপরই ২ বার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন করিনা।
নেটিজেনরা এখনও মনে করেন শাহিদের সঙ্গে ঘনিষ্ঠতা ছেড়ে বেরানোটা অনেকটাই কঠিন ছিল করিনার পক্ষে। তাই হয়তো সইফকে বিয়েতে নারাজ ছিলেন বেবো।
শাহিদ কাপুরের সঙ্গে ব্রেক আপের পরই ২০০৮ সালে তাশান ছবির সেটে সইফের সঙ্গে বন্ধুত্ব হয় করিনার। তারপরই সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম।
সইফ ও করিনার বিবাহিত জীবনও এতটাও সহজ ছিল না। প্রথম সন্তান জন্ম দেওয়া থেকে অনেক বিতর্কের মুখেই পড়তে হয়েছে এই কাপলকে।
তবে দীর্ঘদিন পর করিনা সইফকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এবং তিনি নিজের সেদিনের সেই সিদ্ধান্তকে আজ সেরা বলে মনে করেন।