- Home
- Entertainment
- Bollywood
- প্রতিযোগিতায় টিকে থাকতেই কি এক ধাক্কায় কমাতে হল ১৮ কেজি ওজন, বিটাউন নিয়ে এ কি বললেন ফরদিন
প্রতিযোগিতায় টিকে থাকতেই কি এক ধাক্কায় কমাতে হল ১৮ কেজি ওজন, বিটাউন নিয়ে এ কি বললেন ফরদিন
কথায় বলে প্যাহেলে দর্শনধারি, ফির গুণ বিচারি, এবার কি সেই পথেই হাঁটছে বলিউড। একের পর এক তারকাকে দেখা যাচ্ছে শরীরের ওজন কমিয়ে ভক্তদের সামনে আসতে। তবে কি লুকটাই সব হয়ে দাঁড়াচ্ছে বি-টাউনে! কি জানালেন ফরদিন খান!
| Published : Feb 28 2021, 08:11 AM IST
- FB
- TW
- Linkdin
ভুমি পেদনেকর থেকে শুরু করে সোনাম কাপুর, একের পর এক তারকাকে দেখা গিয়েছে ওজন ককমিয়ে লুক নিয়ে সচেতন হতে।
এবার সেই এই পথে হাঁটতে হল ফরদিন খানকে। এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন তিনি।
কিন্তু কোথাও গিয়ে যেন সেই সমীকরণে ছেদ ধরে ফরদিনের লুক পাল্টে যাওয়ায়। বিয়ের সময় থেকেই নজরে আসে পরিবর্তন।
বিশাল মোটা হয়ে গিয়েছিলেন ফরদিন। যার ফলেই কি বলিউড মুখ ফিরিয়েছিল অভিনেতার দিক থেকে! কী বললেন তিনি বিটাউনের অন্দরমহল নিয়ে!
ফরদিনের কথায়, তিনি সংসারেই বেশি মন দিয়েছিলেন। কিন্তু এমন এক পেশায় তিনি আছেন যেখানে ফিট থাকাটাই প্রয়োজন।
আর সেই কারণেই এক ধাক্কায় ফরিদন কমিয়ে ফেললেন ১৮ কেজি। পাশাপাশয়ি তিনি আরও বলেন, নিজেকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত।
এখন তিনি অনেক বেশি ফ্রি হয়ে গিয়েছেন শরীরের দিক থেকে। দিমে গিয়ে কঠোর শরীরচর্চাতেই তা সম্ভবপর হয়েছে।
বর্তমানে আবারও ছবির জগতে ফেরার পথে ফরদিন। চলছে কথা, লেখা হচ্ছে স্ক্রিপ্ট। আবারও নস্ট্যালজিয়া ফরদিন ভক্তরা।
নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে।