পর পর চারটি কন্যাসন্তান, অভিশাপ মেনে ক্ষুব্ধ হয়েছিলেন নীতি-শক্তির বাবা
- FB
- TW
- Linkdin
নীতি মোহন। বাড়ির সবচেয়ে বড় মেয়ে। বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন।
এ আর রহমানের সঙ্গে যশ রাজ ব্যানারে কাজ করেন যব তক হে জান ছবিতে।
বলিউডে ডেবিউ করার সুযোগ হয় করণ জোহারের ধর্মা প্রোডাকশনের হাত ধরে।
ইশ্ক ওয়ালা লাভে আলিয়ার লিপে গলা দেন নীতি। ডেবিউ করার সঙ্গে সঙ্গেই আকাশছোঁয়া সফলতা এসে পড়ে তাঁর ঝুলিতে।
প্রতিভার জোরে বলিউডের সমস্ত বিগ বাজেট ছবিতে কাজ করে চলেছেন নীতি।
অন্যদিকে শক্তি এবং মুক্তির জনপ্রিয়তাও বিনোদন জগতে অস্বাভাবিক।
নৃত্যশিল্পী হিসেবে কেবল নয় তাঁরা অভিনয় জগতেও একই রকমের জনপ্রিয়তা লাভ করেছেন।
ডান্স ইন্ডিয়া ডান্সের খেতাব জিতে হিন্দি টেলিভিশনে একের পর এক কাজ করতে দেখা যায় শক্তিকে।
ধারাবাহিকে অভিনয় করার পর এখন বিখ্যাত ডান্স রিয়্যালিটি শো ডান্স প্লাসে বিচারকের আসনে রয়েছেন তিনি।
শক্তিও অভিনয়ের পাশাপাশি তাঁদের ডান্স অ্যাকাডেমি নৃত্যশক্তিতেও নাচ শেখান।
এই নৃত্যশক্তিতে ম্যানেজার হিসেবে কাজ করেন কৃতি মোহন। নীতির পর শক্তির জন্ম হয় তারপর মুক্তির।
সবচেয়ে ছোট বোন হল কৃতি। পর পর চারটি মেয়ের জন্মের পর অত্যন্ত হাতশ হয়ে পড়েছিলেন তাঁদের বাবা।