- Home
- Entertainment
- Bollywood
- শাহিদ কাপুরের সঙ্গে প্রথম দেখা মাত্র ১৬ বছর বয়সে, কোথায় প্রথম মন দিয়েছিলেন মীরা
শাহিদ কাপুরের সঙ্গে প্রথম দেখা মাত্র ১৬ বছর বয়সে, কোথায় প্রথম মন দিয়েছিলেন মীরা
- FB
- TW
- Linkdin
বলিউডে পাওয়ার কপিল বলতে যা বোঝায় এক কথায় বলতে গেলে শাহিদ কাপুর ও মীরা রাজপুত হলেন সেই গত্রিয়।
তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকের কাছে এখনও পর্যন্ত রহস্য। সিনে জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে কেবলই সংসারে মন দিয়েছেন মীরা।
কী এমন জাদু ছিল শাহিদের চোখে, যা দেখা মাত্রই সবটা ছাড়তে রাজি ছিলেন বলিউডের এই হট ডিভা
চাইলে তিনি এখনও পারেন ফিরে আসতে সিনে জগতে। কিন্তু তা নিয়ে বিন্দু মাত্র ইচ্ছে প্রকাশ করেননি তিনি কখনও। কিন্তু শাহিদ কাপুর কোনও দিন এই বিষয় মানা করেননি মীরা।
কেরিয়ার থেকে সরে গিয়ে সংসার করার সিদ্ধান্তটা একান্তভাবে মীরার। তেমনটাই দাবি করেছিলেন শাহিদ কাপুর।
আর তা যে একশো শতাংশ সত্য, পলকে পকলে প্রমাণ করে দেন মীরা রাজপুত। বলিউডের সঙ্গে তাঁর নিত্য যোগাযোগ।
নিজের ইচ্ছেতেই তিনি সরে গিয়েছেন সিনে জগত থেকে। শাহিদ কাপুরকে প্রথম দেখা মাত্র ১৬ বছর বয়সে।
মন দেওয়া নেওয়ার পালাটা হয়ে গিয়েছিল ঠিক তখনই। ততটা বোঝার ক্ষমতা ছিল না তখন দুজনেরই। পরিবারে এক অনুষ্ঠানে এই দুটির দেখা।
মন দেওয়া নেওয়ার পালাটা হয়ে গিয়েছিল ঠিক তখনই। ততটা বোঝার ক্ষমতা ছিল না তখন দুজনেরই। পরিবারে এক অনুষ্ঠানে এই দুটির দেখা।