- Home
- Entertainment
- Bollywood
- ৫০ জন বন্দীর সঙ্গে মাটিতে শুয়েই কাটল প্রথম রাত, 'বাইকুল্লা' জেলে কী ছিল রিয়ার মেনুতে
৫০ জন বন্দীর সঙ্গে মাটিতে শুয়েই কাটল প্রথম রাত, 'বাইকুল্লা' জেলে কী ছিল রিয়ার মেনুতে
- FB
- TW
- Linkdin
এনসিবি-র জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। মঙ্গলবার সারারাত এনসিবির কোয়াটারেই থাকতে হয়েছে রিয়াকে। সারারাত ঘুমাননি অভিনেত্রী। বারান্দায় হেঁটে রাত কেটেছে রিয়ার।
গতকালই তাকে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়েছে রিয়াকে। আগামী ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতেই রাখা হবে অভিনেত্রীকে।ইতিমধ্যেই রিয়ার জামিনের আর্জিও খারিজ করা হয়েছে। দাগী আসামীদের সঙ্গেই রাখা হয়েছে রিয়াকে।
মুম্বইয়ের এটিই হল একমাত্র মহিলা জেল। মুম্বইয়ের মির্জা গালিব রোডের নিউ নাগপাড়ায় অবস্থিত এই বাইকুল্লা জেল। ওই জেলেই শিনা বরা হত্যাকান্ডে অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায়ও রয়েছেন।
রিয়াকে ১ নম্বর সেলে রাখা হয়েছে। যার তিন দিকে দেওয়াল ও একদিকে গ্রিল রয়েছে।
বাইকুল্লা আদালত সূত্রে জানা গিয়েছে, দুপুরবেলায় রিয়ারে দুটো রুটি, এক বাটি ভাত, এক বাটি ডাল ও সব্জি দেওয়া হয়েছে।
জেলের এই খাবারের জন্য রিয়ার খাদ্যাভাস অনেকটাই আলাদা। কীভাবে মানিয়ে নিচ্ছেন অভিনেত্রী, প্রশ্ন নেটিজেনদের।
ডাবের জল দিয়ে দিন শুরু হতো রিয়ার। তারপর ব্রেকফার্স্টে পোহা, উপমা কিংবা বাড়ির তৈরি ধোসা খেতেন। তার শুটিংয়ের সময় ফল বা ড্রাই ফ্রুট খেতেন। দুপুরে ভাত, ডাল, সব্জি, সন্ধ্যায় স্মুদি ছিল রিয়ার প্রিয় খাবার । রাতের ডিনারে সব্জি-রুটি বা এশিয়ান খাবার খেতেন।
রাতে শোবার জন্য শুধু চাটাই আর চাদর দেওয়া হয়েছে রিয়াকে। সেই চাটাই পেতেই বাইকুল্লা জেলে প্রথম রাত কাটালেন রিয়া।
এই মহিলা সংশোধনাগারে ক্যান্টিন রয়েছে যেখান থেকে বন্দিরা নিজেদের জন্য বিস্কুট ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন।
বর্তমানে বাইকুল্লা জেলে ২৫১ জন মহিলা বন্দি রয়েছে। এই জেলে সাধারণত ২০ মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত থাকা যায়।
অন্যদিকে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা,জায়েদ বসিত, ও সুশান্তের রাঁধুনি দীপেশকে তালোজা জেলে স্থানান্তরিত করা হয়েছে।