আনন্দের প্রস্তাবে রাজি হননি সোনম, কয়েক মাস পরই বদলে ছিল সম্পর্কের সমীকরণ
- FB
- TW
- Linkdin
সোনম কাপুরের সঙ্গে আনন্দ আহুজার সম্পর্ক প্রথমেই ছিল না এতটা গভীর। সোনম কাপুরকে দেখা মাত্রই ভালো লেগেছিল আনন্দের।
প্রথমেই দিয়ে বসেছিলেন তিনি বিয়ের প্রস্তাব। কিন্তু তা মেনে নেননি সোনম কাপুর। বেশ কিছুটা সময় নিয়েছিলেন আনন্দের কথায় রাজি হতে।
এরই কিছুদিনের মধ্যে ভারতের সবথেকে বড় এক্সপোর্ট কম্পানির মালিক আনন্দকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সোনম কাপুর।
সকলের নজর কেড়ে মহা সমারহে বিয়ের আসর বসেছিল। দেখতে দেখতে কেটে গিয়েছে চার বছর।
লকডাউনেই এবার বিবাহ বার্ষিকী সোনমের। দিল্লিতে রয়েছেন এই জুটি কোয়ারেন্টাইনে আটকে। তাই পরিবারের সঙ্গে সেলিব্রেশন হল না।
তবে এদিন সকালবেলা সোশ্যাল মিডিয়ায় আনন্দের প্রশংসাতে মুখ খুললেন সোনম কাপুর। জানালেন সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলেছেন সাহি সংস্থার এমডি।
সোনামের টুইট দেখে উত্তর দিলেন আনন্দ। জানালেন এখনও অনেকটা পথ চলার বাকি। এতো সবে শুরু। সোনম কাপুরকে আরও জানতে বাকি রয়েছে আনন্দের।
দুই তারকার বিবাহ বার্ষিকীতে নেট দুনিয়ার পাতা ভরল শুভেচ্ছাবার্তায়। শুভেচ্ছা জানালেন পরিবারের সদস্যরাও।