- Home
- Entertainment
- Bollywood
- গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে লালবাগে হাজির কার্তিক আরিয়ান, মুহূর্তে ভাইরাল ছবি
গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে লালবাগে হাজির কার্তিক আরিয়ান, মুহূর্তে ভাইরাল ছবি
- FB
- TW
- Linkdin
মুম্বইতে বেশ ধুমধাম করেই পালিত হচ্ছে গণেশ চতুরথী। বি-টাউন থেকে টিভি সেলেবরা সকলেই গণপতি পুজোয় ব্যস্ত। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। সম্প্রতি বলি অভিনেতা কার্তিক আরিয়ানকে মুম্বইয়ের লালবাগে দেখা গিয়েছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
মুম্বইয়ের লালবাগের গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে এসেছিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। অভিনেতার সঙ্গে দেখা গিয়েছেতার বাবা-মাকে। গণেশ পুজো উপলক্ষ্যে সবাই মিলে গণপতির আরাধনায় ব্যস্ত কার্তিক আরিয়ান।
ভাইরাল হওয়া কার্তিকের ছবিতে অভিনেতাকে খুব হাসি-খুশি দেখাচ্ছে। কার্তিকের পরনে ছিল পায়জামা-কুর্তা। লালবাগে পৌঁছতেই কার্তিককে দেখে হঠাৎ ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সবাই তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে চায়। তবেও কার্তিক ভক্তদের নিরাশ করেননি। সকলের সঙ্গেই কম বেশি ছবিতে পোজ দিয়েছেন।
কার্তিক আরিয়ানকে নিয়ে দিন দিন ক্রেজ বেড়েই চলেছে। ইতিমধ্যেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন কার্তিক। তার উপর লালবাগে গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে এসে ভক্তদের নিরাশ করেননি কার্তিক আরিয়ান। ছোট বাচ্চাদের খুশি করেছেন এবং তাদের সাথে সেলফিও তুলেছেন। নেটদুনিয়ায় ছবি ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।
টেলিভিশন অভিনেতা গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়ও গণপতির মূর্তি নিয়ে বাড়িতে এসেছিলেন। সম্প্রতি একটি ভিডিওও সামনে এসেছে, যেখানে তাদেরকে বাড়িতে গণপতি বাপ্পার পূজো করতে দেখা গেছে। নীল রঙের ড্রেসে দেবিনাকে দেখা গেছে, এবং লাল রঙের পাঞ্জাবি পরে গণপতি হাতে ধরে পোজ দিয়েছেন গুরমিত।
বলিউডে 'খল্লাস' গার্ল ইশা কোপিকারও বাড়িতে আসা গণপতি বাপ্পাকে স্বাগত জানান। এ উপলক্ষে মেয়েকে নিয়ে হাজির হন বলি নায়িকা। হালকা হলুদ রঙের প্রিন্টেড ড্রেসে দেখা গেছে ইশা কোপিকারকে।
প্রিন্স নরুলা ও যুবিকা চৌধুরীও বাপ্পাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। হাতে গণপতির মূর্তি নিয়ে দম্পতির ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। গণপতির বাপ্পার মুখ ঢেকে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন প্রিন্স নরুলা ও যুবিকা চৌধুরী।
গণেশের আরাধনায় মত্ত গোটা দেশ। কোরিওগ্রাফার গণেশ আচার্যও পরিবারের সঙ্গে গণপতির প্রতিমা কিনতে গিয়েছিলেন। গণেশকে তার স্ত্রীর সঙ্গে দেখা গেছে।
গণেশের আরাধনায় মত্ত গোটা দেশ। কোরিওগ্রাফার গণেশ আচার্যও পরিবারের সঙ্গে গণপতির প্রতিমা কিনতে গিয়েছিলেন। গণেশকে তার স্ত্রীর সঙ্গে দেখা গেছে।