- Home
- Entertainment
- Bollywood
- ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়ার পরামর্শ সারার, মেয়ের কথাতেই কি সিদ্ধান্ত বদলেছিলেন সইফ-করিনা
ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়ার পরামর্শ সারার, মেয়ের কথাতেই কি সিদ্ধান্ত বদলেছিলেন সইফ-করিনা
| Published : Aug 12 2021, 01:23 PM IST
ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়ার পরামর্শ সারার, মেয়ের কথাতেই কি সিদ্ধান্ত বদলেছিলেন সইফ-করিনা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
বলি অভিনেত্রী সারা আলি খান যেন সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি তথা সইফ কন্যা সারা আলি খান।
211
একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। ওজন ছিল ৯৬ কেজি । সেখান থেকে ৫০কেজি ওজন ঝরিয়ে আজ বলিউডের হট অ্যান্ড সেক্সি সারা আলি খান।
311
বর্তমানে ভাই ইব্রাহিমকে নিয়ে মা অমৃতা সিংয়ের সঙ্গেই থাকেন সারা। বাবা সইফ আলি খানও করিনা কাপুরের সঙ্গে সারার সম্পর্কও খুবই ভাল,সেটা সকলেই জানেন।
411
বাবা, দাদুর পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় নিজের আসন পাকিয়ে নিয়েছেন নবাবকন্যা। কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রেখে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন সারা।
511
বলি ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই করিনার থেকে নানা পরামর্শ নেন সারা। কিন্তু এটা জানেন কি, শুধু সারাই নয়, সইফ ও করিনাও মেয়ের পরামর্শে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন রাতারাতি।
611
বলি ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই করিনার থেকে নানা পরামর্শ নেন সারা। কিন্তু এটা জানেন কি, শুধু সারাই নয়, সইফ ও করিনাও মেয়ের পরামর্শে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন রাতারাতি।
711
সাক্ষাৎকারে এসে করিনা জানিয়েছিলেন, বিয়ের পর অনস্ক্রিন চুমু না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা কাপুর খান ও সইফ আলি খান। কিন্তু তাদের এই সিদ্ধান্তকে বদলে ফেলার পরামর্শ দিয়েছিলেন সারা আলি খান।
811
করিনা জানান, সারাই জানিয়েছিলেন যে আমরা অভিনেতা। তাই চিত্রনাট্যের খাতিকে একে অপরকে চুমু খেলে সমস্যা কোথায়, এতে কোনও অসুবিধা হওয়ারই কথা নয়।
911
সারার এই কথা শুনেই অনেক চিন্তা-ভাবনা করেন সইফ-করিনা। এবং মেয়ের পরামর্শেই অনস্ক্রিন চুমু না খাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন সইফ ও করিনা।
1011
'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। বর্তমানে শরীরী আবেদনে ভরপূর সারাকে দেখে চোখ ফেরানো দায়। লাস্যময়ীর রূপে মুগ্ধ সাইবারবাসী।
1111
'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। বর্তমানে শরীরী আবেদনে ভরপূর সারাকে দেখে চোখ ফেরানো দায়। লাস্যময়ীর রূপে মুগ্ধ সাইবারবাসী।