'এবার মহামারী আনবেন হিমেশ', গান লিখে নেট-দুনিয়ায় ট্রোল হিমেশ
- FB
- TW
- Linkdin
হিমেশ রেশমিয়া তাঁর গানের জন্য একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন। একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন তিনি।
তবুও ট্রোলের মুখ থেকে মেলেনি নিস্তার। লকডাউনের আগে আবারও খবরের শিরোনামে জায়গা করেছিলেন হিমেশ।
২০১৯ সালে রাণু মণ্ডলকে দিয়ে গান করিয়ে নিয়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন। তারপর তাঁকে এক বিখ্যাত রিয়ালিটি শো-এর বিচারক পদে দেখা যায়।
এরপরই লকডাউনে বন্ধ হয়ে যায় সব কিছু। একের পর এক তারকারা গৃহবন্দি হয়ে সময় কাটাতে থাকেন পরিবারের সঙ্গে।
এরই মাঝে হিমেশ রেশমিয়া কী করছিলেন! জানতে পেরে নেটদুনিয়ার এক শ্রেণী আবারও তোপ হানলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমেশ রেশমিয়া জানিয়েছিলেন যে তিনি লকডাউনের মাঝে প্রায় ৩০০ টি গান লিখে ফেলেছেন।
এই গান মুক্তিকেই ব্যঙ্গ করে ট্রোলাররা লেখেন এবার মহামারী আনতে চলেছেন হিমেশ রেশমিয়া। এক বড় প্রজেক্টের হয়ে এই কাজ করেছেন হিমেশ।
যদিও এই সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে কিছুই জানাননি হিমেশ। পাশাপাশি তিনি আরও বলেন এটাই সময় যখন আসল গান তৈরি করতে হবে, রিমেক নয়।