লকডাউনে পরিচারিকার কাজ করছেন হিনা, ফাঁস হল গোপন ছবি
| Published : Mar 30 2020, 05:25 PM IST / Updated: Mar 30 2020, 05:30 PM IST
লকডাউনে পরিচারিকার কাজ করছেন হিনা, ফাঁস হল গোপন ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
করোনা আতঙ্কের মধ্যে বাড়ির পরিচারিকার সমস্ত কাজ নিজে হাতে করছেন টেলি অভিনেত্রী হিনা।
210
তাই বাড়ির সমস্ত কাজ নিজেই সামলাচ্ছেন। সম্প্রতি ঘর মুছতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
310
সমস্ত কাজ সেরে নিয়মিত শরীরচর্চাও করছেন অভিনেত্রী।
410
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি ছবি ভাইরাল হয়েছে।
510
বাড়ির সমস্ত পরিচারক ও পরিচারিকাদের এই মুহূর্তে ছুটি দিয়েছেন অভিনেত্রী।
610
বলিউডে পা রেখেই যে প্রথম সারিতে নিজের নাম লেখাতে চলেছেন অভিনেত্রী তা বেশ ভালই বোঝা যাচ্ছে।
710
কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি 'হ্যাকড' ছবিতে শরীরী উদ্দামতায় নিজেকে অন্য রূপে নিজেকে মেলে ধরেছেন হিনা।
810
করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। ইতিমধ্যেই করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী মানুষের সংস্পর্শেই সংক্রমিত হচ্ছে এই করোনা ভাইরাস । ইতিমধ্যেই গোটা দেশে লকডাউন চলছে।
910
আতঙ্ক নয়, সতর্ক থাকুন। দেশজুড়েই এই বার্তা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।
1010
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি ছবিতেই লাইক আর কমেন্টের সংখ্যা হু হু করে বাড়ছে।