সম্পর্কের ভাগ্য কেমন আলিয়ার, কী বলছে জ্যোতিষবিদ্যা, রণবীরকে ধরে রাখতে পারবেন মহেশ কন্যা
First Published Feb 19, 2021, 2:18 PM IST
প্রেমিক যখন রণবীর কাপুর, তখন কোথাও গিয়ে মনের কোন একটা প্রশ্ন থেকেই যায়, এই সম্পর্ক টিকবে তো! এই প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয় আলিয়াকেও। এমন কি খোদ আলিয়ার বাবা মহেশ ভাটও এই নিয়ে সংশয় প্রকাশ করেন।

একটা সময় নিজেই মহেশ ভাট রণবীরকে বলেছিলেন লেডিস ম্যান। সেই কথা আজও ভোলেনি নেট দুনিয়া।

তার বছর কয়েক ঘুরতে না ঘুরতেই রণবীরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন আলিয়া ভাট।

তবে রণবীরের প্রেমে এর আগে অনেকেই পড়েছেন। তাঁদের সঙ্গে খুব বেশিদিন ঘর করা হয়নি রণবীরের।

কয়েক বছর যেতে না যেতেই মন ভেঙেছে অভিনেত্রীদের। কেউ সাত বছর কেউ আট। সেখানে আলিয়ার মাত্র চার বছর হতে চলল সম্পর্ক।

এরই মাঝে বিয়ের খবর। আলিয়া কি পাড়বেন রণবীরকে বেঁধে রাখতে, কীবলছে আলিয়ার ভাগ্যচক্র।

আলিয়ার জ্যোতিষগণনা অনুযায়ী তাঁকে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশ বেগ পেতে হবে।

মাঝে মধ্যেই দাম্পত্ত কহল দিয়ে যেতে হবে তার সাংসারিক জীবনে। তবে চালিয়ে যেতে হবে লড়াই।

এতেই আরও মজবুত হবে সম্পর্কেরল ভিত। তবে হাল ছাড়লে হবে না। প্রতিটা পদে পদে কঠিন পরীক্ষার মুখে পড়বে সম্পর্ক।

তা আগলে রাখতে পারলেই আলিয়ার সংসার হয়ে উঠবে সুখের।

এরপর আবারও সামনে উঠে আসে সলমন খানের নামে। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?