- Home
- Entertainment
- Bollywood
- উন্মুক্ত বক্ষই যেন ফ্যাশন ট্রেন্ড, একাধিক বিতর্কিত পোশাকে ঝড় তুললেন মালাইকা
উন্মুক্ত বক্ষই যেন ফ্যাশন ট্রেন্ড, একাধিক বিতর্কিত পোশাকে ঝড় তুললেন মালাইকা
বেশ কয়েকদিন ধরেই পোশাক নিয়ে বিভিন্ন অভিনেত্রীদের সমালোচনার সন্মুখীন হতে হচ্ছে। কখনও প্রিয়ঙ্কা, কখনও আবার কিয়ারা, ভূমি। এবার সেই তালিকাতে নাম লেখালেন মালাইকা। একাধিক পোশাকেই আবরণ মুক্ত বক্ষ। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা ছবি মুহূর্তে ভাইরাল।
110

রেড কার্পেটে হট লুকে একাধিকবার সকলের নজর কেড়েছেন মালাইকা আরোরা। তাঁর স্টাইল স্টেটমেন্ট সকলেই মুগ্ধ।
210
বলিউডে এখন সেভাবে অভিনেত্রীর দেখা না মিললেও মডেলিং দুনিয়ায় মালাইকা এক পরিচিত নাম।
310
বেশ কয়েকবছর ধরেই তিনি খবরের শিরোনামে। অর্জুনের সঙ্গে সম্পর্ক ঘিরে একাধিক জল্পনার সত্ত্বেও এক প্রকার চুটিয়ে প্রেম করছেন তিনি।
410
বেশ কয়েকদিন ধরেই নয়া ফ্যাশন ট্রেন্ডে যুক্ত হয়েছে বক্ষ উন্মুক্ত পোশাক। একাধিক আউটফিট রয়েছে মালাইকার ওয়ারড্রপেও।
510
কখনও ফ্যাশন শো, কখনও আবার রেড কার্পেটে, একাধিক লুকে এই পোশাকে ধরা দিয়েছেন মালাইকা।
610
বর্তমানে একটি প্রথম সারিরর শো সঞ্চালনার কাজেও ব্যস্ত রয়েছেন মালাইকা। সেখানেও তাঁকে একাধিকবার এই আউটফিটে দেখা গিয়েছে।
710
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মুহূর্তে তা ভাইরাল নেট দুনিয়ায়।
810
সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। সেখান থেকেই হট লুকে ছবি শেয়ার করেছিলেন নেট দুনিয়ায়।
910
পোশাক নিয়ে বরাবরই সাহসীকতা দেখিয়েছেন মালাইকা। বয়স চল্লিশের গণ্ডি পার করলেও লুকে তা বোঝা দায়।
1010
সম্প্রতি রেড কার্পেটে এই পোশাকে বিতর্কের ঝড় তুলেছিলেন মালাইকা।
Latest Videos