- Home
- Entertainment
- Bollywood
- শর্ট ডেনিমেই বিপত্তি, 'উপস মোমেন্ট' থেকে কীভাবে ঐশ্বর্যকে বাঁচিয়েছিলেন অভিষেক
শর্ট ডেনিমেই বিপত্তি, 'উপস মোমেন্ট' থেকে কীভাবে ঐশ্বর্যকে বাঁচিয়েছিলেন অভিষেক
- FB
- TW
- Linkdin
একাধিক সম্পর্কে জড়ানো থেকে ধুম ২ ছবিতে হৃত্বিকের সঙ্গে চুম্বন দৃশ্য, দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন, বহুলচর্চিত ব্রেক আপ , আত্মহত্যার চেষ্টা সব মিলিয়ে ঐশ্বর্যকে নিয়ে আজও সরগরম পেজ-থ্রি পাতা।
অভিনেত্রীর উপস মোমেন্ট নিয়ে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রির পাতা। সেই মুহূর্তের সাক্ষী আর একটু হলেই থাকতেন ঐশ্বর্য।
মনীশ মলহোত্রার বাড়ির বাইরেই উপস মোমেন্ট ভরে উঠেছিল একাধিক ফ্ল্যাশের ঝলকানি। সেই বিব্রতকর মুহূর্ত থেকে রাই সুন্দরীকে রক্ষা করেছিলেন অভিষেক।
একজন ফটোগ্রাফার একটা কোণা থেকে একের পর এক ছবি তুলেছিলেন ঐশ্বর্যর। গাড়ির ভিতরে ঢোকার সময়েই এই ঘটনাটি ঘটেছিল।
ঐশ্বর্যর পরণে ছিল একটি শর্ট ডেনিম। গাড়িতে ঢোকার সময়েই ঐশ্বর্যকে সাবধান করেছিলেন অভিষেক।
আর তখনই তিনি লক্ষ করেন একজন ফটোগ্রাফার একের পর এক ছবি তুলেই যাচ্ছেন নীচের কর্ণার থেকে। তখনই তাকে ডেকে অভিষেক জিজ্ঞাসা করেন তিনি কী ধরনের ছবি তোলার চেষ্টা করছেন।
তখনই ফটোগ্রাফার অভিষেককে ক্যামেরা দেখিয়েছিলেন এবং জানিয়েছিলেন তিনি ঐশ্বর্যর কোনও খারাপ ছবি তোলেননি। সম্ভবত, অভিষেকেরই বুঝতে ভুল হয়েছিল।
তারপরই সেখান থেকে চলে যান অভিষেক এবং ঐশ্বর্যা। কিন্তু একজন স্বামী হিসেবে অভিষেকের এই দায়িত্ববোধ সকলেরই নজর কেড়েছিল।