- Home
- Entertainment
- Bollywood
- শর্ট ডেনিমেই বিপত্তি, 'উপস মোমেন্ট' থেকে কীভাবে ঐশ্বর্যকে বাঁচিয়েছিলেন অভিষেক
শর্ট ডেনিমেই বিপত্তি, 'উপস মোমেন্ট' থেকে কীভাবে ঐশ্বর্যকে বাঁচিয়েছিলেন অভিষেক
রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। উপস মোমেন্ট নিয়ে এমনিতেই লাইমলাইটে থাকেন অভিনেত্রীরা। আর তা গোগ্রাসে গেলার জন্য মুখিয়ে থাকে দর্শক। তবে স্বামী হিসেবে অভিষেক তা হতে দেননি। অল্পের জন্য 'উপস মোমেন্ট' থেকে রক্ষা পেয়েছিলেন ঐশ্বর্য, কীভাবে বাঁচিয়েছিলেন অভিষেক, জেনে নিন ।

একাধিক সম্পর্কে জড়ানো থেকে ধুম ২ ছবিতে হৃত্বিকের সঙ্গে চুম্বন দৃশ্য, দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন, বহুলচর্চিত ব্রেক আপ , আত্মহত্যার চেষ্টা সব মিলিয়ে ঐশ্বর্যকে নিয়ে আজও সরগরম পেজ-থ্রি পাতা।
অভিনেত্রীর উপস মোমেন্ট নিয়ে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রির পাতা। সেই মুহূর্তের সাক্ষী আর একটু হলেই থাকতেন ঐশ্বর্য।
মনীশ মলহোত্রার বাড়ির বাইরেই উপস মোমেন্ট ভরে উঠেছিল একাধিক ফ্ল্যাশের ঝলকানি। সেই বিব্রতকর মুহূর্ত থেকে রাই সুন্দরীকে রক্ষা করেছিলেন অভিষেক।
একজন ফটোগ্রাফার একটা কোণা থেকে একের পর এক ছবি তুলেছিলেন ঐশ্বর্যর। গাড়ির ভিতরে ঢোকার সময়েই এই ঘটনাটি ঘটেছিল।
ঐশ্বর্যর পরণে ছিল একটি শর্ট ডেনিম। গাড়িতে ঢোকার সময়েই ঐশ্বর্যকে সাবধান করেছিলেন অভিষেক।
আর তখনই তিনি লক্ষ করেন একজন ফটোগ্রাফার একের পর এক ছবি তুলেই যাচ্ছেন নীচের কর্ণার থেকে। তখনই তাকে ডেকে অভিষেক জিজ্ঞাসা করেন তিনি কী ধরনের ছবি তোলার চেষ্টা করছেন।
তখনই ফটোগ্রাফার অভিষেককে ক্যামেরা দেখিয়েছিলেন এবং জানিয়েছিলেন তিনি ঐশ্বর্যর কোনও খারাপ ছবি তোলেননি। সম্ভবত, অভিষেকেরই বুঝতে ভুল হয়েছিল।
তারপরই সেখান থেকে চলে যান অভিষেক এবং ঐশ্বর্যা। কিন্তু একজন স্বামী হিসেবে অভিষেকের এই দায়িত্ববোধ সকলেরই নজর কেড়েছিল।