- Home
- Entertainment
- Bollywood
- করোনা সন্দেহ থেকে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, কীভাবে জেনে ছিলেন বলিউডের সঞ্জু
করোনা সন্দেহ থেকে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, কীভাবে জেনে ছিলেন বলিউডের সঞ্জু
- FB
- TW
- Linkdin
গত ৮ আগস্ট শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় সঞ্জয় দত্তের। শ্বাসকষ্টের সমস্যা শুরু হতেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে ভেবেছিলেন সঞ্জয় দত্ত।
বাড়িতেই অক্সিমিটারে অক্সিজেন লেভেল পরীক্ষা করে তিনি দেখেন তার শরীরে অক্সিজেন কমে গিয়েছে। তা দেখেই করোনা নিয়ে রীতিমতো ভয় পেয়ে যান। তখনই তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে।
২ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভর্তিও ছিলেন অভিনেতা। কোভিড টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছিল অভিনেতার। গত ১০ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা নিজের বাড়িতে এসেছেন অভিনেতা।
সঞ্জয়ের সঙ্গে সারাক্ষণই তার বোন প্রিয়া দত্ত ও এক বন্ধু ছিলেন। হাসপাতালে অভিনেতাপ ফুসফুসের যাবতীয় পরীক্ষা করা হয়। আর তখনই দেখা যায় সঞ্জুর ফুসফুসে বাতাস ঢুকছে না।
পরে সিটি স্ক্যানে ধরা পড়ে ফুসফুসে প্রচুর জল জমেছে সঞ্জয়ের। এবং তখনই সঞ্জয়কে জানানো হয় এটা ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য হতে পারে বা টিবি কিংবা ক্যান্সারও হতে পারে।
তারপরই সঞ্জয়ের ফুসফুস থেকে প্রায় দেড় লিটার জল বের করা হয়। এবং সেই ফ্লুইড পরীক্ষা করার পরই ধরা পড়ে তার ওই রসে ক্যান্সারের সেল রয়েছে। এবং পুরো বিষয়টাতে নিশ্চিত হওয়ার পরই জানানো হয় সঞ্জয়কে।
চিকিৎসকেরা সঞ্জয়কেও জানিয়েও দেয় এই মুহূর্তে তিনি যেই কন্ডিশনে রয়েছেন তাতে কেমোথেরাপি ছাড়া আর কোনও উপায় নেই।
এই মুহূর্তে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেতা। এবং এই পর্যায়ে সার্জারি করাও সম্ভব নয়। তাই কেমোথেরাপিই একমাত্র উপায়।
প্রথমে শ্বাসকষ্ট এবং তারপরই ফুসফুসের ক্যান্সারের খবর পেয়েই দুবাই থেকে মুম্বইতে এসে পৌঁছেছেন স্ত্রী মান্যতা। স্বামীর অসুস্থতা নিয়ে কিছু না বললেও যারা সঞ্জয়ের সুস্থতার প্রার্থনা করছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন।
সঞ্জয়ের আগামী ছবি সড়ক ২ এর ট্রেলারেই বাজিমাত করেছেন অভিনেতা। চলতি মাসের ২৮ আগস্ট ওটিটি-তে মুক্তি পাবে সঞ্জয়ের এই ছবি।