নেই ছবি, নেই বিজ্ঞাপন, বর্তমানে কোথা থেকে হচ্ছে রেখার রোজগার, চলছে কীভাবে
বলিউডের কিংবদন্তী সুপারস্টার রেখা, একসময় পর্দায় ঝড় তুলেছে যাঁর অভিনয়, তিনি এখন বেশ খানিকটাই বিনোদন জগতের বাইরে। না আছে ছবি, না আছে বিজ্ঞাপন, তবে কীভাবে চলছে অভিনেত্রীর!

একসময় বক্স অফিসে একাধিক হিট দিয়েছেন যে অভিনেত্রী, তিনি আজ বলিউডের ফ্রেমের বাইরে।
এখন আর ছবি করতে দেখা যায় না রেখাকে। দেখা যায় না বিজ্ঞাপনেও। তবে কীভাবে চলছে অভিনেত্রীর।
এমনই প্রশ্ন জাগে অনেকেরই মনে। তবে না ছবির জগত থেকে রেখার মূল রোজগার আসে না।
রেখার পারিবারিক একটি সম্পত্তি ভাড়াতে দেওয়া আছে। যেখান থেকে এক মোটা অঙ্কের টাকা পান তিনি।
এছাড়াও রেখা বর্তমানে একটা ছোট চরিত্রের জন্যই বহু টাকা পান। যার ফলে মাঝে মধ্যে পর্দায় উপস্থিতিই যথেষ্ট তাঁর কাছে।
বিভিন্ন রিয়ালিটি শো-তে আসতে দেখা যায় তাঁকে। সেখান থেকে প্রাপ্য টাকাই যথেষ্ট। এক একটি শো করে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি।
বিভিন্ন ব্যান্তের আভন্তরীন প্রমোশনেও হাজির থাকেন রেখা। তাঁদের হয়ে ফোটোশ্যুটও করেন তিনি। সেই বাবদ হয় রোজগার।
তিনি লোকসভার সদস্যা। তাই সেখান থেকেও টাকা আসে রেখার খাতে। যা মিলিয়ে তাঁর ভালো ভালেই চলে যায়। ছবি প্রয়োজন পড়ে না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।