- Home
- Entertainment
- Bollywood
- Nick-Priyanka : ঘনিষ্ঠ চুম্বনের পর নিকের কোলে শুয়ে রোম্যান্স প্রিয়ঙ্কার, রইল নিউ ইয়ার পার্টির ঝলক
Nick-Priyanka : ঘনিষ্ঠ চুম্বনের পর নিকের কোলে শুয়ে রোম্যান্স প্রিয়ঙ্কার, রইল নিউ ইয়ার পার্টির ঝলক
- FB
- TW
- Linkdin
২০২১-কে বিদায় ২০২২ -কে স্বাগত জানিয়ে বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে সকলেই। করোনাকালে উৎসবে রং ফিকে হলেও নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বলিউডের তারকারা রয়েছেন সেলিব্রেশন মুডে। প্রিয়ঙ্কা চোপড়াও (Priyanka Chopra) রয়েছেন সেই তালিকায়।
স্বামী নিককে (Nick Jonas) নিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনে উড়ে গিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। যা ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি।
কীভাবে নতুন বছর উদযাপন করলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ছবি শেয়ার করেছেন পিগি চপস । ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখানে ইয়টের মধ্যে স্বামী নিকের কোলের মধ্যে শরীর এলিয়ে দিয়ে ছবিতে পোজ দিয়েছেন প্রিয়ঙ্কা। মেরুন রঙের সরু ফিতের ম্যাক্সি গাউন পরেছেন প্রিয়ঙ্কাকে। শর্টস এবং ফ্লাওয়ার প্রিন্টেড শার্ট পরে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন নিক জোনাস (Nick Jonas) ।
২০২২-এর শুরুতেই রোম্যান্টিক ছবিতে ভক্তদের মন কেড়েছেন নিক ও জোনাস। তারপরের ছবিতে কমলা রঙের বিকিনি পরে শুয়ে রয়েছেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra) । বছরের শুরুতে মাঝসমুদ্রে ইয়টে শুয়ে সানবাথ নিচ্ছেন প্রিয়ঙ্কা। হট অবতারে লাস্যময়ীর ছবি নিমেষে ভাইরাল হয়েছে।
নিকের (Nick Jonas) সঙ্গে বেশ হুল্লোড় করেই বর্ষবরণ উদযাপন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। হ্যাপি নিউ ইয়ার লেখা চশমা পরেও ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছেন বলিউডের গ্লোবাল আইকন। তবে নিকের সঙ্গে একান্তে নয় বরং বন্ধুদের সঙ্গে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
নিকের (Nick Jonas) সঙ্গে খাবার খেতে খেতেও ছবিতে ক্লিক করেছেন দেশি গার্ল (Priyanka Chopra) । সাদা মোটা ফ্রেমের সানগ্লাস বেশ নজর কেড়েছে নেটিজেনদের। স্বামী নিকের শরীরে শরীর মিলেমিশে একাকার, প্রিয়ঙ্কার নিউ ইয়ার ট্রিপ যেন এককথায় স্বর্গ।
কোথায় উড়ে গিয়েছিলেন প্রিয়ঙ্কা, ছবি দেখা মাত্রই তা জানার কৌতুহল বাডৃলেও জায়গার নামের বদলে 'Heaven' লিখেছেন প্রিয়ঙ্কা। একের পর এক কাপল গোল দিয়েই চলেছেন নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া।
নিউ ইয়ার সেলিব্রেশনের একগুচ্ছ ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা (Priyanka Chopra) ক্যাপশনে লিখেছেন, 'ফোটো ডাম্প, পরিবার এবং বন্ধুদের জন্য কৃতজ্ঞ। এইভাবেই জীবনকে উদযাপন করতে হয়। হ্যাশটাগ ২০২২, হ্যাশট্যাগ হ্যাপি নিউ ইয়ার'। প্রতিটি ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিউ ইয়ার সেলিব্রেশনে এর আগেও নিকের (Nick Jonas) সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra) । যেখানে নিক ও প্রিয়ঙ্কাকে ঘনিষ্ঠ চুম্বন করতে দেখা গিয়েছিল।
একে অপরকে চুমু দিয়েই নববর্ষকে স্বাগত জানিয়েছেন (Nick Jonas) নিক-প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অন্তরঙ্গ ছবির ক্যাপশনে প্রিয়ঙ্কা লিখেছিলেন, 'আমার চিরকালের নববর্ষের চুম্বন'।