- Home
- Entertainment
- Bollywood
- বিয়ের পর সোনমকে ১৭৩ কোটির বাংলো উপহার দিয়েছিলেন আনন্দ, প্রকাশ্যে এল অন্দরমহলের ছবি
বিয়ের পর সোনমকে ১৭৩ কোটির বাংলো উপহার দিয়েছিলেন আনন্দ, প্রকাশ্যে এল অন্দরমহলের ছবি
- FB
- TW
- Linkdin
আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুরের বিয়ের তিম মাসের মধ্যেই এই বাংলো কিনেছিলেন আনন্দ। লন্ডন থেকে ফিরে এই জুটি মার্চ মাস থেকেই রয়েছেন এই বাংলোতে।
কোয়ারেন্টাইনে তাঁদের কেমন দিন কাটছে, তারই কিছু ঝলকের মধ্যে দিয়ে সোনাম এবার শেয়ার করলেন তাঁর পেল্লাই বাংলোর ছবি। বেডরুম থেকে শুরু করে কিচেন, মুহূর্তে ভাইরাল হল ছবি।
দিল্লিতে এই বাংলোটি তৈরি করা হয়েছে ৩০০০ স্কোয়ার ইয়ার্ডের ওপর। বাংলোটি রয়েছে হরিশ আহুজার নামে। যিনি আনন্দ আহুজার বাবা।
বাংলোটি যখন কেনা হয়েছিল, তখন এর দাম পড়েছিল ১৭৩ কোটি টাকা। বিয়ের পর এই বাংলোটিই দুই জুটিকে উপহার দিয়েছিলেন আহুজা পরিবার।
দিল্লিতে সব থেকে বেশি দামের বাংলোগুলি যোখানে অবস্থিত, সেই এলাকার কেন্দ্রে রয়েছে আহুজা ও সোনমের বাংলো।
এই বাংলো আগে ছিল ওম আরোরার নামে। আরোরারা এই বাংলো কিনেছিলেন ২০১৫ সালে। পরে তা আনন্দ আহুজাদের বিক্রি করেন।
এলাহি এই বাংলোর প্রতিটি কোণায় রয়েছে আভিজাত্যের ছাপ। আনন্দ ও সোনাম এখানেই এখন একান্তে সময় কাটাচ্ছে।
সোনম কাপুর শেয়ার করেছেন এই বাংলোরই অন্দর মহলের ছবি। কখনও তিনি বই পড়ে বেড রুমে সময় কাটাচ্ছেন, কখনও আবার ব্যস্ত রান্না করতে।