- Home
- Entertainment
- Bollywood
- দেড়শো জনের লাইনে দাঁড়িয়ে অডিশন থেকে ছিটকে যাওয়া, শাহরুখ খানের ফোন বদলে দিল ভিকির অনুভূতি
দেড়শো জনের লাইনে দাঁড়িয়ে অডিশন থেকে ছিটকে যাওয়া, শাহরুখ খানের ফোন বদলে দিল ভিকির অনুভূতি
- FB
- TW
- Linkdin
কফি উইথ করণের সিজন সিক্সে ভিকি কৌশল ডেবিউ করেন করণের কফি কাউচে। সঙ্গে ডেবিউ করেন আয়ুষ্মান খুরানাও। সেখানেই করণ স্বীকার করেন, অনুরাগ কাশ্যপের ছবি বম্বে ভেলভেটে ভিকিকে দেখে খানিক অবাক হয়েছিলেন করণ।
কিছুটা হলেও নাক শিঁটকিয়েছিলেন করণ। বম্বে ভেলভেট মুক্তি পাওয়ার মাসখানেক পরই মুক্তি পেল মাসান। ক্রিটিক্যালি অ্যাক্লেমড এই ছবিটি নিয়ে তখন জয়জয়কার চারিদিকে। দেশের বাইরে মাসানের চর্চা শুরু হয়।
প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ সিনেপ্রেমীরা। তখনই নাম উঠে এল ভিকি কৌশলের।
করণ কফি উইথ করণের সেই পর্বে জানান, মাসান দেখার পর তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না মাসানের এই ছেলেটিকে কোথায় দেখেছিলেন।
হঠাৎই তাঁর মনে পড়ে, বম্বে ভেলভেটে ভিকি, কে কে মেনন অভিনীত ডিটেক্টিভ বিশ্বাস কুলকার্নি চরিত্রের জুনিয়রের রোলে ছিলেন।
এমন বহু ছবিতেই তাঁর দিকে ঘুরেও তাকায়নি দর্শক। করণ জোহারও কোনওদিনই ভাবেননি যে বম্বে ভেলভেটের একজন জুনিয়র আর্টিস্ট একদিন তাঁর কাউচে বসে থাকবে।
মাসানের পরই ভিকির কেরিয়ার জীবনের মোড় ঘুরে যায়। একটি সাধারণ চেহারার ছেলে যে কেবল একজন দক্ষ অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে পাড়ি দিয়েছে তা বুঝতে কারও অসুবিধা হল না।
বাবা শ্যাম কৌশল, বলিউডের স্টান্টম্যান এবং অ্যাকশন পরিচালক। বাবার সঙ্গে ফিল্ম সেটে ঘুরতে ঘুরতে কখন যে লাইট ক্যামেরার অ্যাকশনের পৃথিবী তাঁকে এভাবে হাতছানি দিতে শুরু করেছে তা সে নিজেও বোঝেনি।
২০১২ সাল থেকে বলিউডে রীতিমত জোর কদমে অভিনয় শুরু করেন ভিকি। তাঁর ডেবিউর কথা অবশ্যই অধিকাংশ মানুষের মনে নেই।
লভ শভ তে চিকেন খুরানা ছবিতে ওমির তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। তবে নিজের এই সাফল্যের জন্য ভিকি সম্পূর্ণভাবে পরিচালক অনুরাগ কাশ্যপের কাছে চিরকৃতজ্ঞ।
অনুরাগ কাশ্যপই একমাত্র যিনি ভিকির প্রতিভাকে বলিউডে সকলের নজর কাড়তে সাহায্য করেছিলেন। কফি উইথ করণে যখন তাঁকে করণ প্রশ্ন করেন যে কোন পরিচালককে তিনি এক কথায় চোখ বন্ধ করে বেছে নেবেন।
তখন তিনি স্পষ্ট জানান, বিগ বাজেট ছবি হয়ত বাকি পরিচালকরা তাঁকে দিয়েছেন এ কথা সত্যি। তবে অনুরাগ কাশ্যপ একমাত্র যিনি ভিকিকে বড়ো পরিচালকের অফিসে পৌঁছতে সাহায্য করেছিলেন।