- Home
- Entertainment
- Bollywood
- প্রাক্তন স্বামী হৃত্বিককে সঙ্গে নিয়ে মহা শিবরাত্রি পালন সুজানের, জল্পনা তুঙ্গে
প্রাক্তন স্বামী হৃত্বিককে সঙ্গে নিয়ে মহা শিবরাত্রি পালন সুজানের, জল্পনা তুঙ্গে
| Published : Feb 22 2020, 10:43 AM IST / Updated: Feb 22 2020, 10:48 AM IST
প্রাক্তন স্বামী হৃত্বিককে সঙ্গে নিয়ে মহা শিবরাত্রি পালন সুজানের, জল্পনা তুঙ্গে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
112
মহাদেবের আরাধনায় মেতেছেন বলি হার্টথ্রব হৃত্বিক রোশন।
212
তিনি একা নন প্রাক্তন স্ত্রী সুজান এবং গোটা পরিবারকে সঙ্গে নিয়েই শিবপুজোয় মেতেছেন অভিনেতা।
312
শিবের মাথায় জল ঢালছেন অভিনেতা হৃত্বিক রোশন।
412
দুই নাতি রিহান ও রিদানকে সঙ্গে নিয়ে শিবপুজোয় মেতেছেন পরিচালক রাকেশ রোশন।
512
দুই ছেলের সঙ্গে সুজান খান। অনুরাগীরা প্রত্যেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
612
সাদা সালোয়ার প্রিন্টের ওড়নাতে নজর কেড়েছেন সুজান। শিবের মাথায় জল ঢালছেন সুজান।
712
মহাদেবকে গলায় মালা পরিয়ে আরাধনায় মেতেছেন হৃত্বিক রোশন।
812
আদরের নাতির সঙ্গে খুনসুটিতে মেতেছেন হৃত্বিকের মা পিংকি রোশন।
912
হৃত্বিকের বোনও উপস্থিত ছিলেন এই শিবপুজোয়। বাবা রাকেশ রোশনের সঙ্গে শিবপুজো করছেন তার বোন।
1012
পুরো পরিবারের সঙ্গে হৃত্বিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের এই পারিবারিক ছবি।
1112
পানভেলের মহাদেবের মন্দিরে গিয়ে মহা শিবরাত্রি পবালন করেছেন অভিনেতা।
1212
মহাদেবকে নিষ্ঠাভরে আরতি করছেনস হৃত্বিকের পরিবার।