- Home
- Entertainment
- Bollywood
- মাত্র ১০০ টাকার বিনিময়ে ছবিতে অভিনয়, সিনেমার হাতেখড়িতে এটাই ছিল হৃত্বিকের পারিশ্রমিক
মাত্র ১০০ টাকার বিনিময়ে ছবিতে অভিনয়, সিনেমার হাতেখড়িতে এটাই ছিল হৃত্বিকের পারিশ্রমিক
- FB
- TW
- Linkdin
বলিউড হার্টথ্রব হৃতিক রোশনের ৪৭-তম জন্মদিন। ফিল্মি কেরিয়ার থাকা সত্ত্বেও কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল হৃত্বিককে।
২০০০ সালে 'কহো না প্যায়ার হ্যায়' ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল হৃতিকের। সেখান থেকে বলিউডে যাত্রা শুরু হৃতিকের।
ছোটবেলা থেকেই বাবা রাকেশের মতো হওয়ার স্বপ্ন দেখতেন হৃত্বিক। অভিনেতাকে কাজ শেখানোর পাশাপাশি চলচ্চিত্রের সেটেও নিয়ে বাবা রাকেশ।
পরিচালক রাকেশ রোশন নিজের সহকারী পরিচালক হিসেবেই হৃত্বিকই নিয়ে যেতেন। এবং কেরিয়ারের শুরুতে বেশ কয়েকবছর বাবার সেটেই কাজ করতেন হৃত্বিক।
অভিনেতা হওয়ার আগে সেটের মধ্যে চা দিতেন হৃত্বিক। কারণ বাবা রাকেশের লক্ষ্যই ছিল হৃত্বিককে সবকিছু শেখানো।
রাকেশ রোশন প্রযোজিত করণ অর্জুন ছবিতে হৃত্বিক সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন। এবং রাকেশ রোশন সাক্ষাৎকারেও জানিয়েছিলেন জীবনের বড় পাঠ শেখাতেই তাকে সবরকম প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি।
শিশুশিল্পী হিসেবে নিজের যাত্রা শুরু করে বলিউডে আজ সুপ্রতিষ্ঠিত অভিনেতা হৃতিক। মাত্র ৬ বছর বয়সে দাদা ওমপ্রকাশ তাকে আশা ছবিতে একটি চরিত্রে অভিনয় করিয়েছিলেন।
ছবিতে অভিনয়ের জন্য ১০০ টাকাও পেয়েছিলেন হৃত্বিক। এবং এটাই ছিল হৃত্বিকের প্রথম উপার্জন। আজকের দিনে কোটি কোটি ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন বলি সুপারস্টার হৃত্বিক রোশন।
নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন হৃতিক। তার সিক্স প্যাক জিম করা সুঠাম শরীরে কাত আট থেকে অষ্টাদশী।
নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন হৃতিক। তার সিক্স প্যাক জিম করা সুঠাম শরীরে কাত আট থেকে অষ্টাদশী।
১৪ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদ হয়েছে পাঁচ বছর আগে। যদি বিচ্ছেদের সংজ্ঞা রাতারাতি বদলে দিয়েছেন দুজনেই। বিয়ে ভাঙলেও পরবর্তী সময়ে খুব ভাল বন্ধু হয়ে ওঠেন তারা। নিজেদের ব্যক্তিগত স্বার্থে কিংবা ছেলেদের কথা ভেবে তারা একসঙ্গে সময় কাটান।