ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ের জল্পনা তামিল সুপারস্টার ধনুশকে নিয়ে। শোনা যাচ্ছে, অভিনেত্রী মৃণাল ঠাকুরের সঙ্গে আগামী ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি, যদিও এই বিষয়ে কেউই আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
২০২৬ সালের শুরু থেকেই দক্ষিণী বিনোদন মহলে একের পর এক বিয়ের খবর। একদিন ধরে শোনা যাচ্ছিল বিয়ে পিঁড়িতে বসবেন বিজয় দেবোরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা। যদিও এই নিয়ে কিছু বলেননি তারা। এরই মাঝে শোনা গেল নতুন খবর। আগামী ১ ফেব্রুায়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী মৃণাল ঠাকুর। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা চলছে। প্রায়শই চোখে পড়েছে ধনুশ ও মৃণালের মাখোমাখো সম্পর্ক।
২০২২ সালে মেগাস্টার রজনীকান্তের বড় ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন ধনুশ। তাঁদের দুই ছেলে আছে। কিন্তু, ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু, পুরনো সম্পর্ক ভুলে এগিয়ে যেতে চান ধনুশ। এই কথা অনেক আগেই শোনা গিয়েছে। এবার জল্পনা ধনুশের বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে, এই ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী মৃণাল ঠাকুর।
শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয় করলেন তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী মৃণাল ঠাকুর। ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবেন তারা। বিয়েতে কেবল পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরা উপস্থিত থাকবেন। এই বিষয়টি ভাইরাল হওয়া মাত্রই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। তবে, কেউ আনুষ্ঠানিক ঘোষণা করেননি। এখন সবই সময়ের অপেক্ষা।
তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী মৃণাল ঠাকুরের ডেটিং-র খবর দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। সন অফ সর্দার ২-র সেটে তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী মৃণাল ঠাকুর মাখোমাখো সম্পর্ক সকলের নজরে আসে। এই নিয়ে বারে বারে প্রশ্ন উঠে। মৃণালকে জিজ্ঞাসা করলে সে জানায় তারা কেবল বন্ধু। সে যাই হোক, আপাতত গুঞ্জন তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী মৃণাল ঠাকুরের বিয়ে নিয়ে। এখন দেখার সত্যিই তারা সাত পাকে বাঁধা পড়েন কি না।


