সুপার ৩০ ও ওয়ারেই বাজিমাত, বর্তমানে হৃত্বিকের আয় শুনলে হবে চক্ষুচড়ক গাছ
- FB
- TW
- Linkdin
হৃত্বিক রোশান মানেই পর্দায় এক ভিন্ন লুক। এই সুপারস্টারের কেরিয়ার গ্রাফ অদ্ভুতভাবে বদলে গেল গত বছরে।
একের পর এক হিট ছবি ছিল হৃত্বিকের ঝুলিতে। কিন্তু মাঝের দিকে সেই ছবি সেভাবে সাফল্য লাভ করেনি।
ওয়ার ও সুপার ৩০ দুই ছবিই গোটা বিশ্বে ঝড় তুলেছিল। বক্স অফিসে উপচে পড়া আয় ভাগ্য ফেরায় হৃত্বিক রোশানের।
আগে হৃত্বিকের আয় খুব একটা সেরার তালিকাতে ধরা হত না। কিন্তু ২০১৯ এর পর তা বদলে যায়।
হৃত্বিক রোশন এখন ভারতীয় চলচ্চিত্রের সেরা আয় তারকার তালিকাতে প্রথম ২০ তে নাম লিখিয়েছেন।
২০১৯ এ তাঁর আয় দাঁড়ায় ৫৮.৭৩ কোটি টাকা। যা ২০১৪ সালে ছিল ১৯.৫৬ কোটি টাকা।
এছাড়াও হৃত্বিকের নিজের ব্র্যান্ড রয়েছে এইচআরএক্স। যার বর্তমানে আর্থিক মূল্য ১০০ কোটি টাকা। এখান থেকেও বেশ কিছুটা আয় হয় অভিনেতার।
এছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের ফেস হৃত্বিক রোশন। তাঁদের হয়ে কাজও করেন তিনি। এদের থেকে যা আয় হয়, সব মিলিয়ে বর্তমানে হৃত্বিকের সঞ্জয় বেজায় বাড়িয়ে তুলেছে।