- Home
- Entertainment
- Bollywood
- 'শট চলাকালীন ছুটে গিয়ে মেয়েকে ব্রেস্ট ফিড করাতাম', শ্যুটিংয়ের ফাঁকের অভিজ্ঞতা শেয়ার সাহসী 'কল্কি'র
'শট চলাকালীন ছুটে গিয়ে মেয়েকে ব্রেস্ট ফিড করাতাম', শ্যুটিংয়ের ফাঁকের অভিজ্ঞতা শেয়ার সাহসী 'কল্কি'র
- FB
- TW
- Linkdin
বিয়ে না করে সন্তানের জন্ম দিয়ে সারা দেশে সমালোচনার ঝড় তুলেছিলেন কল্কি কোয়েচলিন। যদিও তাতে তিনি একটুও পাত্তা দেননি। বরং নিজের মতোন করে প্রেগনেন্সির মধ্যে ম্যাগাজিনের কভার শ্যুটেও ঝড় তুলেছিলেন অভিনেত্রী।
এক বছর আগেই ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন কস্কি। সন্তান জন্মের কিছু দিন পর ডাক্তাররা সাধারণত সাবধানে থাকার পরামর্শ দেন। কিন্তু সেসব পাত্তা দেননি মোটেই।
সন্তান জন্মের পর মাত্র ৩ সপ্তাহ পরেই কাজে ফিরেছিলেন কল্কি। তবে এর জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছিস দেব ডি খ্যাত অভিনেত্রীকে।
রাতের পর রাত ঘুম না হওয়া, শরীরে নান পরিবর্তন, সব সামলে কীভাবে কাজের জগতে ফিরেছিলেন কল্কি তা খোদ শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
ফোটোশ্যুটের ছবি শেয়ার করেই নানা অভিজ্ঞতার কথা লিখেছেন কল্কি। ছবিতে তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মেয়েকে নিয়েই যে তার চিন্তা তা জানিয়েছেন কল্কি।
কল্কি জানিয়েছেন, শ্যুট চলাকালীন মাঝপথেই মেয়েক দুধ খাওয়ানোর জন্য ছুটে যেতেন তিনি।
অভিনেত্রা আরও জানান, লকডাউনের জেরে চার দেওয়ালে যে আটকে পড়তে হবে তা আগে জানলে আরেকটু হাসি মুখেই পোজ দিতেন কল্কি।
গাই হার্সবার্গের সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ের যে কোনও প্রয়োজন নেই তা তিনি বুঝিয়ে দিয়েছেন।
পরিচালক অনুরাগ কাশ্যপের বিচ্ছেদের পর হার্সবার্গের সঙ্গে লিভ ইন-এ থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কল্কি। কবে গাটছড়া বাঁধবেন তা নিয়েও এখনও মুখ খোলেন নি অভিনেত্রী।
পরিচালক অনুরাগ কাশ্যপের বিচ্ছেদের পর হার্সবার্গের সঙ্গে লিভ ইন-এ থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কল্কি। কবে গাটছড়া বাঁধবেন তা নিয়েও এখনও মুখ খোলেন নি অভিনেত্রী।