- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে মত্ত সলমন, অন্তরঙ্গ মুহূর্তই নেটদুনিয়ার 'হটকেক'
ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে মত্ত সলমন, অন্তরঙ্গ মুহূর্তই নেটদুনিয়ার 'হটকেক'
- FB
- TW
- Linkdin
বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে বারবার নাম জড়িয়েছে অভিনেত্রীর। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।
সম্পর্ক, বিচ্ছেদ, বিবাহ, সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে বচ্চন বধূ। বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম ঐশ্বর্য ও সলমন। তাদের প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়।
বলিউডে পা রাখার পর হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই 'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। ছবির গল্পের মতোনই তাদেরও প্রেমটা সাজানো বাগানের মতো ছিল।
তাদের সম্পর্ক থেকে ব্রেক আপ এক দশক পেরিয়ে গেলেও আজও শিরোনামে রয়েছে বলিউডের এই জুটি।
সম্প্রতি সলমান খান ইউনিভার্স নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে বেশ কিছুছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে।
তবে পরে বোঝা যাচ্ছে, তাদের একজন ভক্ত দুটি আলাদা ছবিকে এডিট করে একটি ছবি বানিয়েছেন। যেখানে একটি ছবিতে সলমনের সঙ্গে ঐশ্বর্যর মেয়ে আরাধ্যাকে এয়ারপোর্টে দেখা গেছে।
সম্প্রতি প্রাক্তন প্রেমিকার সঙ্গে সলমনের এই ছবিগুলিই এখন নেটদুনিয়ার হটকেক।
প্রতিটি ছবিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। নকল ছবিতেই মজেছেন নেটিজেনরা।অনেকেই প্রশ্ন তুলছেন সলমনের সঙ্গে ঐশ্বর্যর এি ছবি অভিষেক দেখলে কী রিঅ্যাক্ট করবেন।
ফোটোশপের এই এডিট ছবি থেকেই বোঝা যাচ্ছে, তাদের জনপ্রিয়তা এখন তুঙ্গে রয়েছে। অনস্ক্রিনে এই জুটিকে এখনও মিস করছেন নেটিজেনরা।
তবে নিছকই মছার ছলে করা এই ফোটোশুট নিয়ে যে বিরক্ত হতে পারেন সলমন এবং ঐশ্বর্য , তা ও কিন্তু স্পষ্টই টের পাওয়া যাচ্ছে।