মিথ্যেই ভরসা ইরফানের, মা-স্কুল সকলের থেকে গোপন করেছিলেন সত্যি
বলিউডের সুপারস্টারের মধ্যে এখন অন্যতম নাম ইরফান খান। কিন্তু কেরিয়ারের শুরুতেই বেজায় সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন ইরফান। অভিনয় জগতে পা রাখার স্বপ্ন দেখার অধিকারও ছিল না তাঁর। মিথ্যের মধ্যে দিয়েই নিজের জায়গা করে নিয়েছিলেন অভিনেতা।
18

অভিনয় জগতে আসার ইচ্ছে ছিল ছোট থেকেই। কিন্তু পরিবারের দিকে নজর দিয়ে কখনও সাহস করে বলতেই পারেননি ইরফান।
28
চার ভাইবোনের দায়িত্ব কবে নেবে ছেলে, অপেক্ষায় থাকবেন বাবা-মা। মায়ের ইচ্ছে ছিল ছেলে একটা চাকরি করুক। বাবার ইচ্ছে ছিল কিছু হাতের কাজ শিখতে হবে ছেলেকে।
38
কোনওটাতেই ইচ্ছে ছিল না ইরফানের। তবে পরিস্থিতির দিকে নজর দিয়ে তিনি মিথ্যি বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতেই বাজিমাত।
48
মাকে বলেছিলেন তিনি কলেজে কলেজে যাচ্ছেন। সেখান থেকেই ফিরলেই চাকরি পাকা। ফলে সম্মতি দিয়েছিলেন তাঁর মা।
58
এরপরই তিনি সুযোগ পান ন্যাশানাল ড্রামা স্কুলে। সেখানে ভর্তির সময়ও মিথ্যের আশ্রয় নিয়েছিলেন ইরফান। তবে সেখান থেকে আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।
68
এমনই সময় মারা গিয়েছিলেন তাঁর বাবা। ইরফানকে বাবার দোকানে বসতে বলা হয়েছিল। এই সময় তাঁর পাশে ছিলেন ভাই।
78
ইরফানের ছোট থেকেই ধারনা ছিল যে তিনি সুযোগ পেলেই খুব ভালো অভিনেতা হতে পারেন। দেশকে প্রমাণ করে দেবেন।
88
তবে শুরুতে ছবিটা ছিল খানিকটা ভিন্ন। অনেকেই তাঁকে বলে ছিলেন যে তাঁর গলা সরু, চোখ লাল লাল, তিনি অভিনয় জগতে কীভাবে নিজের পসার জমাবেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos