- Home
- Entertainment
- Bollywood
- নিজের অন্তর্বাসের সাইজ জানেন না জাহ্নবী, ঠিকরে আসছে স্তনযুগল, ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার
নিজের অন্তর্বাসের সাইজ জানেন না জাহ্নবী, ঠিকরে আসছে স্তনযুগল, ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার
- FB
- TW
- Linkdin
বেশি খোলা পোশাক পরা যাবে না, একই পোশাক দুবার পরা যাবে না, আর এর নচেত হলেই নেটিজেনদের তোপের শিকার হতে হয় তারকাদের।
এবার সেই তালিকাতে নাম লেখানে জাহ্নবী কাপুর। সম্প্রতি খোলা বক্ষের পোশাক পরে খবরের শিরোনামে উঠে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া, কিয়ারা আডবানি, মালাইকা আরোরা প্রমুখেরা।
এবার সেই তালিকাতে নাম লেখালেন শ্রীদেবী কন্যা। সম্প্রতি সাদা পোশাকে ফ্রেমবন্দি হলেন তিনি। হট লুকে অভিনেত্রীকে দেখা গেলেও এই পোশাক যেন একটু বেশিই ফিটিং নেটিজেনদের নজরে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই তা নজর কাড়ল সকলের। কারুর চোখে তা সুন্দর হলেও, নেট দুনিয়ায় অধিকাংশ পোস্টই তাঁকে পড়ালো পোশাক পছন্দের পাঠ।
কেউ বললেন- যেন ছোট বোনের পোশাক পরেছেন, কেউ বললেন, নিজের সাইজ অনুযায়ী পোশাক নির্বাচন করা উচিত। মুহূর্তে ছড়িয়ে পড়া এই ছবিতে এবার ট্রোলের শিকার হলেন জাহ্নবী।
কেউ আবার বলল অন্তর্বাসের সাইজই ঠিক মত জানেন না জাহ্নবী কাপুর। বিস্তর ট্রোলের শিকার শ্রী কন্য়া।
এই ট্রোলকে তুড়ি মেরে উড়িয়ে সেই পোশাক সহজ ও সাবলীল ভাবেই ক্যারি করেন জাহ্নবী।
যদিও এখন হট ডিভা জাহ্নবীই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন। বরাবরি তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।
বর্তমানে হলিডে ট্রিপ থেকে হট পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন জাহ্নবী।