- Home
- Entertainment
- Bollywood
- রিয়া সেনের বোল্ডনেস নজর কেড়েছিল জনের, বিয়ের প্রস্তাব দিতেই মিলেছিল বিস্ফোরক উত্তর
রিয়া সেনের বোল্ডনেস নজর কেড়েছিল জনের, বিয়ের প্রস্তাব দিতেই মিলেছিল বিস্ফোরক উত্তর
- FB
- TW
- Linkdin
জন আব্রাহমের বরাবরই বং ডিভাদের প্রতি নজর। তিনি কোথাও যেন বাঙালি মেয়েদেরকেই বেশি পছন্দ করতেন।
ঠিক এই একই কারণে তাঁর জীবনে এসেছিলেন বিপাশা বসু। যাঁর সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিল জনের।
তবে নয় বছর পর সকলকে অবাক করে দিয়ে জন ও বিপাশার ব্রেকআপ হয়ে যায়। তাঁরা একে অন্যকে ছেরেই এখন সংসারে মগ্ন।
বর্তমানে জন নিজের পরিবার নিয়ে ঠিক যেমন ব্যস্ত, ঠিক তেমনই বিপাশাও এখন করণের সঙ্গে সংসার করছে।
ঠিক একইভাবে একসময় জনের নজর গিয়েছিল রিয়া সেনের ওপর। ৯০ দশকে জন তখন ফেমাস নন।
রিয়া বলিউড ডডেবিউ করার লক্ষ্যে পা বাড়িয়েছেন। হাতে তখন স্টাইল ছবির কাজ। তখনই আলাপ জনের সঙ্গে।
জনের হাতে তখন সেভাবে ছবি নেই। কিন্তু বং ডিভার রূপ দেখে বুঁদ হয়ে গিয়েছিলেন জন। দেরি না করেই রিয়াকে প্রপোজ করে বসেন।
সেই সময় রিয়া লম্বা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন। যার ফলে সেই মুহূর্তে কোনও কমিটমেন্টে যেতে রাজি ছিলেন না তিনি।
রিয়ার সেই বোল্ড বিউটিতে জন বোল্ড আউট হলেও, রিয়া সেই সময় কোনও মতেই রাজি ছিলেন না বিয়ে করতে।
আর জন, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যার ফলে রিয়া আরও ঘুরে বসেন, ও এই বিষয় আর কোনও কথা বলতেই রাজি ছিলেন না তিনি।