- Home
- Entertainment
- Bollywood
- জলের তলায় বরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজে কাজল, আন্ডারওয়াটারেই পারদ চড়ালেন নায়িকা
জলের তলায় বরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজে কাজল, আন্ডারওয়াটারেই পারদ চড়ালেন নায়িকা
- FB
- TW
- Linkdin
কাজলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেন রূপকথার দেশ। বিয়ের প্রতিটি অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন তিনি।
লেহেঙ্গা, গয়না, সাজ সবই ভক্তদের পছন্দ হয়। তবে এখন তাঁর বিয়ের সাজগোজ থেকে নজর গিয়েছে অন্য কোথাও।
হানিমুনে ব্যস্ত কাজল। বর গৌতম কিচলুর সঙ্গে মালদ্বীপে হানিমুন করছেন তিনি। সেখানেই আন্ডারওয়াটার হোটেলে থাকছেন তাঁরা।
অ্যাকোয়ারিয়ামের তলায় তৈরি সেই হোটেল। মাস্টার বেডরুমে রয়েছে সমস্ত প্রয়োজনীয় জিনিস।
সেখানেই বসে ছবি পোস্ট করেছিলেন কাজল। এবার ভাইরাল হল তাঁর এবং গৌতমের ঘনিষ্ঠতার ছবি।
জলের তলায় ডাইভিং করতে গিয়ে বরের সঙ্গে রীতিমত ঘনিষ্ঠতায় মজলেন মিসেস অগরওয়াল কিচলু।
কালো রঙের মনোকিনিতে দেখা যাচ্ছে কাজলকে। যআ পরে জলের তলায় হটনেসের পারদ চড়িয়েছেন তিনি।
তার উপর গৌতমের সঙ্গে ডাইভ করতে করতেই ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। ছবিগুলি ক্রমশ ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়।