- Home
- Entertainment
- Bollywood
- একাধিক অন্তরঙ্গ দৃশ্যে কাছাকাছি আসা, এবার কি তৃতীয় বিয়ে, কামালের সম্পর্ক ঘিরে জল্পনা
একাধিক অন্তরঙ্গ দৃশ্যে কাছাকাছি আসা, এবার কি তৃতীয় বিয়ে, কামালের সম্পর্ক ঘিরে জল্পনা
- FB
- TW
- Linkdin
চলচ্চিত্র জগতে যতটা অভিনয়ের জাদুতে ঝড় তুলেছিলেন কামাল হাসান, ব্যক্তিগত জীবন নিয়েও ততটাই আলোচনার বিষয় হয়ে উঠেছেন সুপারস্টার।
পর পর দুই বিবাহই টেকেনি কামাল হাসানের। বিচ্ছেদের পর এবার জীবনে এল নয়া সম্পর্কের মোড়। আবারও সিনেস্টারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন কামাল হাসান।
যত্রতত্র তাঁদের দেখা যাচ্ছে একই সঙ্গে। পারিবারিক কোনও অনুষ্ঠানই হোক, কিংবা ছবির প্রচার। পূজা কুমারের সঙ্গেই হাজির হচ্ছেন কামাল হাসান।
বিশ্বরূপম খ্যাত অভিনেত্রী পূজা কুমারের সঙ্গে এখন নাম জড়িয়েছে কামাল হাসানের। পূজার সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ছবি এখন ভাইরাল।
এই জুটি একাধিক ছবিতে একই সঙ্গে অভিনয় করেছেন। শ্যুটিং সেটেই একে অন্যের প্রথম কাছাকাছি এসেছিলেন পূজা ও কামাল হাসান।
শ্যুট করেছেন তাঁরা একাধিক অন্তরঙ্গ দৃশ্যতেও। সেই সব ছবি বক্স অফিসে যতটা ঝড় তুলেছে, ঠিক ততটাই ভক্তদের নজর কেড়েছে এই জুটি।
তবে এবার আর পর্দায় জুটি বাঁধা নয়। দক্ষিণী দুনিয়ায় নতুন খবর এখন ভাইরাল। শুধু ডেটই নয়, বিয়েও করতে পারেন এই দুই তারকা।
কামাল হাসানের দ্বিতীয় স্ত্রী সারিকার সঙ্গে বিচ্ছেদের পর অনেকের সঙ্গে কামাল হাসানের নাম জড়ালেও, বর্তমানে যে অভিনেতা পূজাতেই মজেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।