২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি, কঙ্গনার এবার পাল্টা মামলা দায়ের
চোখের নিমেশে ভেঙে ফেলা হয়েছিল কঙ্গনা রানাওয়াতের স্বপ্নের মহল। বিমানে তখন কুইন। মুম্বইতে ফেরার পথে। য়খন পৌঁচ্ছলেন, ততক্ষণে সব শেষ। নিজেই ঘুরে দেখে সবটা বিস্তারিত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। এরপরই ক্ষতিপূরণের দাবি তুলে মামলা দায়ের করলেন কঙ্গনা রানাওয়াত।
| Published : Sep 16 2020, 11:51 AM IST
- FB
- TW
- Linkdin
চোখের সামনে ভেঙে ফেলা হয়েছিল কঙ্গনা রানাওয়াতের অফিস। মাত্র ২৪ ঘণ্টা সময় মিলেছিল জবাব দেওয়ার।
সময়ের মধ্যে হাজির হয়েছিলেন কঙ্গনা। কিন্তু মাত্র ১৭ মিনিটের মাথায় বুলডোজার চলল কঙ্গনার অফিসে।
এখানেই শেষ নয়। খারের বাড়ির ওপর নজর ছিল বিএমসির। কঙ্গনার সঙ্গে মহারাষ্ট্র সরকারের বিবাদ এখন চরমে।
কঙ্গনার কথাকেই অস্ত্র করে এই পদক্ষেপ নেওয়া। কঙ্গনার পাক অধিকৃত কাশ্মীর, এই কথাতেই বদলেছিল সমীকরণ।
এরপর দুটি মামলাও দায়ের করা হয় কঙ্গনার নামে। বর্তমানে তিনি ফিরে এসেছেন হিমাচলে। কিন্তু বলিউড তিনি ছাড়বেন না।
উল্টে বিএমসি-র বিরুদ্ধে এবার মামলা দায়ের করলেন কঙ্গনা রানাওয়াত।
বম্বে হাইকোর্টে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করেন তিনি। ২০ কোটি টাকার এই অফিস কঙ্গনার কাছে রাম মন্দির।
তিনি প্রতিজ্ঞা করেছেন মুম্বইতে বসেই যে তিনি আবারও তৈরি করবেন তাঁর সেই মন্দির।