- Home
- Entertainment
- Bollywood
- Y ক্যাটাগরির সুরক্ষা পেয়ে নয়া ফাঁদে কঙ্গনা, বিএমসি-র বাড়ি জরিপ, উদ্ধব ঠাকরের তোপ
Y ক্যাটাগরির সুরক্ষা পেয়ে নয়া ফাঁদে কঙ্গনা, বিএমসি-র বাড়ি জরিপ, উদ্ধব ঠাকরের তোপ
রিয়া চক্রবর্তীর পাশাপাশি এবার মাথা চারা দিয়ে উঠেছে কঙ্গনা রানাওয়াতের কেসও। সুশান্তে মৃত্যুর পর থেকেই একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁর মুখ বন্ধ করে দেওয়া হতে পারে, এবার সেই জল্পনাই প্রকট হয়ে দাঁড়াচ্ছে মহারাষ্ট্রের সরকারের হাবেভাবে।
- FB
- TW
- Linkdin
একের পর এক তোপ। এবার কঙ্গনা রানাওয়াতের বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বিএম সি। ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি পাওয়ার পরই নতুন ফাঁদ বিএমসির।
কঙ্গনার মহারাষ্ট্রে বাড়ি ঠিক নেই। এমনই মন্তব্য এবার বিএমসির। সবই চক্রান্ত জানালেন কঙ্গনা।
৯ সেপ্টেম্বর তিনি মহারাষ্ট্রে আসবেনই, সাফ জানালেন কঙ্গনা। অন্য দিকে তোপ দাগলেন ঠাকরে।
তিনি জানালেন, কেউ রোজগার করে ঋণ চোকায়, কেউ আবার তা শোধ করতে ভূলে যায়। যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি নন কঙ্গনা।
বলিউড নিয়ে মুখ খুলতে রাজি আছি, শুধু প্রয়োজন সুরক্ষার। এমনটাই অনুরোধ করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
পরিস্থিতির দিকে তাকিয়ে তেমনই সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রিয় সরকার। কঙ্গনা রানাওয়াতকে দেওয়া হল ওয়াই ক্যাটাগরির সুরক্ষা।
কঙ্গনা রানাওয়াত, বলিউডের প্রথম সেলেব যিনি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে পরিকল্পিত খুন বলে দাবি করেছিলেন।
জানিয়েছিলেন, বলিউড কীভাবে ধীরে ধীরে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তা তিনি জানেন। তাই বলিউড আজও তাঁর নিজের নয়।
এরপরই উঠে আসে মাদক প্রসঙ্গ। বলিউডে একাধিক তারকারা ড্রাগ সেবন করে থাকেন। আর সেই নামও সামনে নিয়ে আসার কথা জানান কঙ্গনা।
তখনই গর্জে ওঠে বিটাউন। একের পর এক তারকারা তাঁর উদ্দেশ্যে জানান, বলিউডে কেরিয়ার তৈরি করে আজ বদনাম!
তখনই গর্জে ওঠে বিটাউন। একের পর এক তারকারা তাঁর উদ্দেশ্যে জানান, বলিউডে কেরিয়ার তৈরি করে আজ বদনাম!
তখনই মহারাষ্ট্রের সরকার ও শিবসেনার সদস্য সঞ্জিব রাউত বলেন, মুম্বতেই এত ভয় যখন আসতে হবে না মুম্বই। কঙ্গনাকে মুম্বইতে ঢুকতে না দেওয়ার কথাও জানান তিনি।
এরপরই কেন্দ্রিয় সরকারের পক্ষ থেকে অমিত শাহ কঙ্গনাকে ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার কথা জানান মুম্বইতে আসার জন্য। তারপরই জল আরও ঘোলা...