বাহুবলিকে নিয়ে ছিল মনে সন্দেহ, প্রভাসকে নিয়েও বিতর্কে কঙ্গনা
- FB
- TW
- Linkdin
কঙ্গনা রানাওয়াতের কেরিয়ার শুরুর কথা যদি তুলে ধরা হয়, তবে গ্যাংস্টার ছবির কথাই প্রথমে মাথায় আসে। কিন্তু কঙ্গনার ছবির জগতে হাতেখড়ি ঘটে দক্ষিণী ছবি দিয়েই।
প্রভাসের সঙ্গেই প্রথম ছবি করেছিলেন কঙ্গনা রানাওয়াত। ছবির নাম ছিল- এক নিরঞ্জন।
সেই ছবির সেটে প্রথম কঙ্গনার সঙ্গে ছবি শ্যুট করেন প্রভাস। বলিউডের স্টারেদের সঙ্গে জুটি বাঁধা তখন থেকেই।
তবে সেই প্রভাসকেও ছেড়ে কথা বলেননি কঙ্গনা রানাওয়াত। শ্যুটিং সেটে প্রভাসের সঙ্গেও লেগেছিল তাঁর বিবাদ।
অশান্তি এক সময় এমন জায়গায় পৌঁচ্ছে ছিল যে দুই তারকাই দুজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।
তবে বর্তমানে সেই সমীকরণ খানিক নরম হয়েছে বলেও অনুমাণ করা যায়। এক সাক্ষাৎকারে প্রভাসকে নিয়ে মুখ খোলেন কঙ্গনা।
সেখানেই বলিউড কুইন জানিয়েছিলেন তাঁর প্রথম দক্ষিণী ছবির কথা। পাশাপাশি তিনি এও জানান যে, প্রভাসের সঙ্গে তিনি খুব বাজে ভাবে বিবাদে জড়িয়ে পড়েছিলেন।
পরবর্তীতে তাঁর চোখ খোলে বাহুবলি ছবি দেখার পর। বাহুবলি ছবিতে অনবদ্য লুকে ধরা দিয়েছিলেন প্রভাস। সেই ছবি দেখার পরই প্রভাসের প্রশংসাতে পঞ্চমুখ হয়েছিলেন কঙ্গনা।