- Home
- Entertainment
- Bollywood
- কঙ্গনার পোস্টারে জুতো পেটা, 'মুম্বইতে ফেরার অধিকার নেই', বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ
কঙ্গনার পোস্টারে জুতো পেটা, 'মুম্বইতে ফেরার অধিকার নেই', বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ
- FB
- TW
- Linkdin
সঞ্জয় রাউতের কথায়, কঙ্গনার যদি মুম্বই শহরকে তাঁর জন্য নিরাপদ না মনে হয় তাহলে তাঁর এই শহরে ফেরা উচিত নয়। হিমাচলেই থেকে যাওয়া উচিত।
এই মন্তব্যটি কঙ্গনা হুমকি হিসাবে নিয়েছেন। একই মন্তব্য এবার করে বসলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
তিনি বলেন, "গোটা দেশ দেখছে আমাদের পুলিশ কীভাবে নিজেদের প্রাণের বাজি রেখে লড়ে যাচ্ছে এই সময়। তারপরও এমন মন্তব্য কেউ করে কীকরে।"
"স্কটল্যান্ড পুলিশের সঙ্গে মুম্বই পুলিশের তুলনা করা হয়। করোনা পরিস্থিতিতে ১৬৫ জন পুলিশ শহিদ হয়েছেন।"
"এতকিছুর পর কোনও শিল্পী যদি আমাদের পুলিশের বিরুদ্ধে এমন মন্তব্য করে তাহলে আমরা তার ধীক্কার জানাই।"
"কেউ যদি মনে করেন মুম্বই শহর তাঁর জন্য সুরক্ষিত নয় তাহলে তাঁর মুম্বইতে থাকার কোনও অধিকার নেই। মুম্বই ছেড়ে চলে যাওয়া উচিত।"
কঙ্গনার বিরোধী দল ক্রমশ বেড়েই চলেছে। বলিউড অভিনেতা, অভিনেত্রী, অন্যান্য শিল্পীরা সমেত একাধিক মানুষ তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
এবার স্বরাস্ট্রমন্ত্রীও কঙ্গনার বিরুদ্ধে সঞ্জয় রাউতের বক্তব্যই রাখলেন। অন্যদিকে টুইটারে কঙ্গনা টুইটের ঝড় চালু রেখেছেন।
ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কঙ্গনার পোস্টারে মুম্বইয়ের একদল মহিলারা জুতো পেটা করছে।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তারও বিরোধিতা করেন কঙ্গনা। তিনি যে দমে যাওয়ার মানুষ নন তা প্রমাণ হয়েই চলেছে। তবে মুম্বইতে ফেরা কঙ্গনার জন্য কতখানি সুখকর হবে তা সময় বলবে।