- Home
- Entertainment
- Bollywood
- 'করোনা ফান্ডের নামে গরিবের টাকা পকেটে রেখো না', কোভিড নেগেটিভ হয়েই সেলেব মহলকে একহাত নিলেন কঙ্গনা
'করোনা ফান্ডের নামে গরিবের টাকা পকেটে রেখো না', কোভিড নেগেটিভ হয়েই সেলেব মহলকে একহাত নিলেন কঙ্গনা
- FB
- TW
- Linkdin
কঙ্গনা রানাওয়াত, বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে। একের পর এক বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। এবার করোনা নেগেটিভ হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত।
বর্তমান পরিস্থিতিতে সেলেবমহল এগিয়ে এসেছে সাহায্য করতে। আর সেই প্রচেষ্টায় হাত মিলিয়েছেন অসংখ্য ভক্তমহল।
কখনও সোনু সুদের ফান্ড, কখনও অনুষ্কা-বিরাটের ডাকে হাজার হাজার টাকার অনুদান দেওয়া। কিন্তু কি হচ্ছে এই টাকা!
সেই দিকে নজর টেনেই এবার বেশ কয়েকটি বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলেন কঙ্গনা রানাওয়াত।
সবার আগে যে প্রসঙ্গ আসল, তা হল গরিবের অর্থ পকেট জাত করা নয়। তিনি সাফ জানালেন, গরিবের অর্থ পকেটে পুরে ফেলা নয়।
করোনা ফাণ্ডের নামে ধনীরা যাতে গরিবের অর্থ পকেটে না পোরে। পাশাপাশি তিনি আরও বলেন, যে সকলের হয়ে কাজ করতে হবে।
কারণ সেলেব সে সকলের জন্য আইডল। একটি বিশেষ জায়গার জন্য কাজ করাটা কাম্য নয়।
এখানেই শেষ নয়, কঙ্গনা রানাওয়াত এও বলতে ভোলেননি, তিনি সাফ জানালেন, সাহায্য করতে গেলেও জানতে হবে কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে আমি সক্ষম।