- Home
- Entertainment
- Bollywood
- 'ঠাকরের প্রিয় বন্ধু করণ, তাই ডাকা হচ্ছে না সুশান্তের মৃত্যুর তদন্তে', বিস্ফোরক কঙ্গনা
'ঠাকরের প্রিয় বন্ধু করণ, তাই ডাকা হচ্ছে না সুশান্তের মৃত্যুর তদন্তে', বিস্ফোরক কঙ্গনা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এক প্রকার সোশ্যাল মিডিয়ায় নেপোটিজম নিয়ে ঝড় ওঠে। সকলেই একযোগ বলিউডের অন্দর মহল নিয়ে একাধিক প্রশ্ন তোলে, ঠিক কেন, কীভাবে বহিরাগতরা জায়গা করতে পারছে না বিটাউনে তা নিয়েও ওঠে একাধিক প্রশ্ন। যা নিয়ে প্রথম থেকেই নেটমহলে সরব হয়েছেন কঙ্গণা রানাওয়া। এবার আরও এক বিস্ফোরক মন্তব্য করলেন কুইন।

সুশান্তের মৃত্যুর পর থেকেই এক কথায় নেট দুনিয়ায় তদন্তে নেমে পড়েছেন কঙ্গনা রানাওয়াত। একের পর এক তথ্য ফাঁস করছেন তিনি প্রকাশ্যে।
পুলিশ সুশান্তের মৃত্যুকে ঘিরে এখনও পর্যন্ত ৩৪ জনকে করেছে জিজ্ঞাসাবাদ। তবে সেখানে শেষ নয়, এখনও অনেকেই পাচ্ছেন সমন।
ডাকা হয়েছে কঙ্গনা রানাওয়াতকেও। বলিউডের অনেক হাঁড়ির খবরই রয়েছে তাঁর কাছে। তবে সম্প্রতি খোলসা করে দেওয়া হয় ডাকা হচ্ছে না করণ জোহরকে।
এবার তার কারণ খোলসা করলেন কঙ্গনা। বলিউডে স্বজনপোষণের আতুঁরঘরের অন্যতম সদস্য করণ জোহার। এমনই অভিযোগ নেটিজেনদের।
সুশান্তের মৃত্যুর পর তাই উঠেছিল তাঁকে বয়কট করার ডাকও। একের পর এক স্টারকিডদের নিয়ে কাজ করে থাকেন করণ।
কিন্তু কেন ডাকা হচ্ছে না তাঁকে, কারণ জানিয়ে কঙ্গনার মত তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ। উদ্ধব ঠাকরে করণের বন্ধু। সেই জন্যই পাচ্ছেন তিনি ছাড়।
এখানেই শেষ নয়, কঙ্গনার বক্তব্য তাঁকে ডাকার আগেই না এই কেস বন্ধ করে দেওয়া হয়। কারণ কঙ্গনার মুখোমুখি হলে অনেকেই পড়তে পারেন বিপদে।
বলিউডের বহু খবর রয়েছে তাঁর কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এভাবে তিনি এবার তোপে বিঁধলেন করণ জোহারকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।