- Home
- Entertainment
- Bollywood
- বেবোর জন্য প্রাণপাত করতেন শাহিদ, লাভবার্ড জুটির প্রেমে ভিলেন ছিলেন করিশ্মা, দিয়েছিলেন ভাঙচি
বেবোর জন্য প্রাণপাত করতেন শাহিদ, লাভবার্ড জুটির প্রেমে ভিলেন ছিলেন করিশ্মা, দিয়েছিলেন ভাঙচি
- FB
- TW
- Linkdin
শাহিদ কাপুর ও করিনা কাপুরের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে বলিউডের এক সুইট লাভ স্টোরি.
অথচ একাধিক কারণের জেরে তাঁদের সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। যার মধ্যে অন্যতম কারণ ছিল করিশ্মা কাপুরের উষ্কানি।
করিনা কাপুর শাহিদ কাপুরকে ভালোবেসে হয়ে গিয়েছিলেন ভেজিটেরিয়ান। যাব উই মেট ছবি দেখলে তাঁদের সম্পর্কের গভীরতা যে কেউ আঁচ করতে পারে।
কিন্তু করিনা কাপুরের পরিবার কখনই চাননি তাঁরা একসঙ্গে থাকুক। তাঁর পরিবারের কথায় তাঁদের পারিবারিক স্ট্যাটাস এক ছিল না।
করিশ্মা কাপুর করিনা কাপুরকে বুঝিয়েছিলেন, শাহিদকে খুব বড় স্টার না ভাবতে। এবং এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে।
যদিও ঘটনা চক্রে সেখানে তাঁদের মধ্যে ভুল বোঝা বুঝি এক বড় আকার ধারণ করে। করিনার জীবনে জড়িয়ে যায় সইফ, শাহিদের জীবনে জড়িয়ে যায় বিদ্যা বালানের নাম।
এরপরই তাঁরা ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল করিনার।
করিশ্মা ও তাঁর মা, দুজনেই করিনাকে বুঝিয়েছিলেন. কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, ও ব্রেকআপের পর তাঁরাই ছিলেন করিনার পাশে। শাহিদকে ভুলতেও তাঁরাই সাহায্য করেন।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।