- Home
- Entertainment
- Bollywood
- স্পোর্টস অ্যাটায়ারের নিচ থেকে বেরিয়ে এল বেবি বাম্প, করিনার Pregnancy গ্ল্যামারের ছড়াছড়ি বলিউডে
স্পোর্টস অ্যাটায়ারের নিচ থেকে বেরিয়ে এল বেবি বাম্প, করিনার Pregnancy গ্ল্যামারের ছড়াছড়ি বলিউডে
- FB
- TW
- Linkdin
সম্প্রতি করিনা গোলাপি রঙের স্পোর্টস ব্রা এবং ট্র্যাকপ্যান্টে ধরা দিয়েছেন। যা নিমেষে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
গ্ল্যামার যেন ক্রমশ বয়সের সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে করিনার। নবাব বেগমের গর্ভাবস্থার গ্ল্যামার ঝলসে দিচ্ছে সকলের চোখ।
এই রূপ নিয়ে তিনি নিত্যদিনই নানা পোস্ট করতে থাকেন। একটি স্পোর্টওয়্যারের বিজ্ঞাপনের জন্যই এই ছবিটি তুলেছেন করিনা
স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। যেখানে গোলাপী রঙের পোশাকের সঙ্গে মিশে গিয়েছে করিনার ব্লাশিং চেহারা।
ছবির ক্যাপশনে লেখা, "আমরা দু'জন বিজ্ঞাপনের শ্যুটিং সেটে।" সেটেই বেবি বাম্প ফ্লন্ট করে সেলফি তুলেছেন।
ছোট করে কাটা চুলে দেখা যাচ্ছে হালকা কার্লস। মেকআপও যৎসামান্য।
বাদামি রঙের হালকা স্মোকি লুক, অন্যদিকে গালে রয়েছে হালকা ব্লাশ। ওজন খানিক বাড়লেও মুখে নেই তার ছাপ।
করিনার এই গ্ল্যামার এখন নেটদুনিয়ার হটকেক। বলিউডের সবেচেয় গ্ল্যামারাস মায়েদের মধ্যে তিনি যে অন্যতম তাতে কোনও সন্দেহই নেই।