স্পোর্টস অ্যাটায়ারের নিচ থেকে বেরিয়ে এল বেবি বাম্প, করিনার Pregnancy গ্ল্যামারের ছড়াছড়ি বলিউডে
First Published Dec 14, 2020, 3:29 PM IST
করিনা কাপুর খানের প্রেগনেন্সি যেন ঝড় তুলেছে নেটদুনিয়ায়। তৈমুরের সময় থেকেই করিনা বেবি বাম্প নিয়ে বিপ্লব এনেছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় বেবি বাম্প লুকনো নয় বরং গর্বের সহিত ফ্লন্ট করাই হোক মহিলাদের লক্ষ্য। মা হওয়ার আগে থেকে প্রতিটি মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা, কিংবা জনসমক্ষে তুলে ধরায় লজ্জার কোনও কারণ নেই। করিনার এই পদক্ষেপ তৈমুর হওয়ার সময় থেকেই অনুপ্রেরণা দিয়েছেন অসংখ্য মহিলাকে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন