আর কিছুক্ষণের মধ্যেই মিলবে সুখবর, ডেলিভারির জন্য হাসপাতাল ছুঁটলেন করিনা
করিনা কাপুর খান, আবারও মা হতে চলেছেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিতেই শুক্রবার বেলায় বাড়ি থেকে হাসপাতালের পথে পারি দিয়ে সেলেব। সঙ্গে হাঁটা দিলেন তৈমুর। নবাব পুত্রে চতুর্থতম সন্তানের জন্ম হবে আজই। খুশির খবরের অপেক্ষায় দিনগুণছে পরিবার।

আর মাত্র কিছুক্ষমের অপেক্ষা। এরপরই মিলবে সুসংবাদ। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
জ্যোতিষীর কথা অনুযায়ী মেয়ে হবে করিনার। তাই বোনের পথ চেয়ে মায়ের সঙ্গে হাসপাতাল ছুঁল ছোট্ট তৈমুর।
শুত্রবার বেলাতেই এই সেলেব পরিবার প্রস্তুত নতুন অতিথিকে স্বাগত জানাতে।
আগে থেকেই এই ডেট জানিয়ে দিয়েছিল কাপুর পরিবার। তবে ভক্তদের মনে আনন্দ হলেও খুব একটা উচ্ছাস নেই।
কারণ একটাই, তৈমুরের মত এই সদ্য জাতের ছবি হাতে গরমে আর মিলবে না।
কারণ এই জুটি এখন হেঁটেছে অনুষ্কা ও বিরাটের পথেই। তাঁদের মত তাঁরাও নিষেধাজ্ঞা জারি করেছেন নতুন সন্তানকে নিয়ে।
ছবি আনা যাবে না প্রকাশ্যে। যার ফলে নতুন অতিথি খবর মিললেও তাঁর দেখা মিলছে না এখনই।
তবে পরিবারে এখন খুশির মেজাজ. নবজাতককে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক করিনা, এই প্রার্থণাই এখন সর্বত্র।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।