- Home
- Entertainment
- Bollywood
- 'আমি তোমায় ঘৃণা করি, ভগবান তোমায় একটু সেন্স দিক', ভক্তের মুখে এই কথা শোনা মাত্রই হতবাক করিনা
'আমি তোমায় ঘৃণা করি, ভগবান তোমায় একটু সেন্স দিক', ভক্তের মুখে এই কথা শোনা মাত্রই হতবাক করিনা
- FB
- TW
- Linkdin
করিনা কাপুরের এক ভক্তের সঙ্গে বেজায় ঝামেলাতে জড়িয়ে পড়েন বেবো। কথায় কথায় অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি।
মুম্বই বিমান বন্দরে উপস্থিত ছিলেন করিনা কাপুর। সেখানেই বোর্ডিং পাস সংগ্রহ জন্য অপেক্ষা করছিলেন করিনা কাপুর।
এমন সময় এক ভক্তের চোখে পড়ে করিনা। তিনি বিন্দুমাত্র ইচ্ছে প্রকাশ করেনি করিনার সঙ্গে দেখা করার। কিন্তু সমস্যা হয় তাঁর সঙ্গে থাকা এক ছয় বছরের শিশুকে নিয়ে।
সে বেজায় নাছোরবান্দা। করিনার সঙ্গে একটা ছবি তুলতে চায় সে। করিনার খুব ভক্ত। অনেক বোঝানোর সত্ত্বেও তাকে ভোলানো যায় না।
শেষ বাধ্য হয়ে সেই ব্যক্তি করিনার কাছে গিয়ে একটি সেলফি তোলার অনুরোধ জানান। সেলফি তুলে সেখান থেকে চলে যেতে শুরু করেন করিনা।
না বাচ্চাটিকে বাই বলেন, না তার দিকে তাকিয়ে একবার হাসেন করিনা। এতেই বেজায় চটে যায় সেই ব্যক্তি। মুহূর্তে প্রতিবাদ করে ওঠেন।
করিনার উদ্দেশ্যে বলেন, এত দিন তোমায় ঘৃণা করতাম তোমার অভিনয়ের জন্য, এবার থেকে তোমায় ঘৃণা করব তোমার ব্যবহারের জন্য।
অবাক হয়ে করিনায় বলেন আমাকে অসন্মান করার সাহস তুমি পাও কি করে! চুপ না থেকে সেই ব্যক্তি বলতেই থাকেন, একজন ডিভোর্সিকে বিয়ে করেছো।
ভগবান তোমায় সেন্স দিক, এই বলে সেখান থেকে চলে যান এই ব্যক্তি। তার কথায় তিনি করিনাকে ঠিক যা বলতে চেয়েছিলেন ঠিক তাই বলেছিলেন।
যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত।